সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাট দাঙ্গা পরবর্তী প্রমাণ জালিয়াতি মামলায় বড়সড় স্বস্তি পেলেন সমাজকর্মী তিস্তা শীতলবাদ। বিনা শর্তে তিস্তার জামিন মঞ্জুর করল শীর্ষ আদালত (Supreme Court)। যার ফলে তিস্তার জেলের বাইরে থাকতে আর কোনও বাধা রইল না।
উল্লেখ্য, ২০০২ সালের গুজরাট দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ক্লিনচিট দেওয়ার পর তিস্তা শীতলবাদের বিরুদ্ধে ‘প্রমাণ জালিয়াতির’ অভিযোগে মামলা করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি কালিমালিপ্ত করার লক্ষ্যে এই কাজ করেছিলেন। গুজরাট পুলিশ এফআইআর নথিভুক্ত করার পরে ২০২২-এর ২৫ জুন সমাজকর্মী তিস্তা শীতলবাদকে গ্রেপ্তার করা হয়।
২০২২ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করলে তাঁকে গুজরাটের সবরমতী জেল থেকে মুক্তি দেওয়া হয়। কিন্তু গত ৫ জুলাই গুজরাট হাই কোর্ট (Gujarat High Court) শীতলবাদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তিস্তাকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণের নির্দেশ দেয়। কিন্তু ওইদিন সন্ধ্যাতেই এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন সমাজকর্মীর আইনজীবী। এরপরই তাঁকে এক সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেয় বৃহত্তর বেঞ্চ। পরে তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে ১৯ জুলাই করা হয়। এবার তিস্তাকে ‘রেগুলার বেল’ দিল শীর্ষ আদালত।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, তিস্তার মামলায় ইতিমধ্যেই চার্জশিট পেশ হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করাও শেষ। তাহলে তাঁকে আটকে রাখার মানে থাকে না। ২২ সেপ্টেম্বর থেকেই তিস্তা জামিনে আছেন বলে ধরে নিতে হবে। তবে একই সঙ্গে তিস্তাকেও সতর্ক করছে শীর্ষ আদালত। তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম প্রমাণ নষ্ট করার চেষ্টা করলে তাঁর জামিন বাতিল করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.