Advertisement
Advertisement

Breaking News

Supreme Court

‘সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি-কেন্দ্রিক, পরিবর্তন প্রয়োজন’, মন্তব্য বিচারপতি এএস ওকার

শুক্রবার অবসরের সময় এমনটাই মন্তব্য করেন তিনি।

Supreme Court judge AS Oka said the court is Chief Justice-centric and needs to change

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:May 23, 2025 7:34 pm
  • Updated:May 23, 2025 7:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার অবসর নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি এএস ওকা। আর অবসর নেওয়ার দিনই তিনি ডাক দিলেন বিচারব্যবস্থার সংস্কারের। তাঁর দাবি, সুপ্রিম কোর্ট পুরোপুরি প্রধান বিচারপতি-কেন্দ্রিক। এই ব্যবস্থার বদল হওয়া উচিত। সেই সঙ্গেই তাঁর ইঙ্গিত, দেশের বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের সময়েই এই পরিবর্তন আসবে।

Advertisement

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অবসর নিতে চলা বিচারপতি এএস ওকা বলেন, ”হাইকোর্টগুলি কমিটির মাধ্যমে কাজ করে। সেখানে সুপ্রিম কোর্ট ভারতের প্রধান বিচারপতি-কেন্দ্রিক আদালত। এর পরিবর্তন প্রয়োজন। নতুন প্রধান বিচারপতির আমলেই আপনারা এই পরিবর্তন দেখতে পাবেন।” তিনি আরও বলেন, “আমি খুবই খুশি যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (যিনি ১৩ মে অবসর গ্রহণ করেছেন) আমাদের স্বচ্ছতার পথে এগিয়ে নিয়ে গিয়েছেন। বিচারপতি গাভাইয়ের রক্তে রয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ।”

প্রসঙ্গত, গত ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি বিআর গাভাই। শপথগ্রহণ শেষ হওয়ার পর তাঁকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অনেকেই। রীতি অনুযায়ী আইন মন্ত্রক প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে তাঁর উত্তরসূরির নাম প্রস্তাবের আহ্বান করেছিল। সেই মতো বিচারপতি খান্না বিআর গাভাইয়ের নাম প্রস্তাব করেছিলেন। আগামী ছ’মাসের জন্য দেশের প্রধান বিচারপতি হবেন গাভাই। চলতি বছরে নভেম্বর মাসে অবসর নেবেন তিনি। বিচারপতি বালাকৃষ্ণনের পরে দেশের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি হচ্ছেন বিআর গাভাই। প্রথম বৌদ্ধ হিসাবে তিনি প্রধান বিচারপতি হন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ