Advertisement
Advertisement
Supreme Court of India

গোপন কল রেকর্ডিং দাম্পত্য মামলায় প্রামাণ্য নথি, বলছে সুপ্রিম কোর্ট

আর কী বলল সুপ্রিম কোর্ট?

Supreme Court of India allows secret call recordings in divorce cases
Published by: Subhodeep Mullick
  • Posted:July 15, 2025 2:58 pm
  • Updated:July 15, 2025 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী-স্ত্রীর সম্পর্ক যখন আদালতের কাঠগড়ায় এসে দাঁড়ায় তখন ঘরের চার দেওয়ালের মধ্যের কথাবার্তাও অনায়াসে প্রকাশ করা যায়। গোপনে রেকর্ড করা তথ্য পেশ করা যায় আদালতে। এমনই মন্তব্য শীর্ষ আদালতের।

Advertisement

লুকিয়ে তাঁর ফোনকল রেকর্ড করেছেন স্বামী। এমনই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন স্ত্রী। হাই কোর্ট স্ত্রীর পক্ষে রায় দিলেও সোমবার উচ্চ আদালতের সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি ভি নাগরত্ব এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চের পর্যবেক্ষণ, ব্যতিক্রমী ক্ষেত্রে দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতেই পারেন স্বামী বা স্ত্রী। সম্মতি ছাড়া ফোনকল রেকর্ড করার অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হন স্ত্রী। উচ্চ আদালত জানায়, বিবাহবিচ্ছেদের জন্য গোপনে রেকর্ড কর ফোনকলকে নিষ্ঠুরতার প্রামাণ্য নথি হিসাবে দেখাতে পারেন না স্বামী। বিচারপতি নাগরত্ব এবং বিচারপতি শর্মার বেঞ্চ জানায়, তথ্যপ্রমাণ আইনের ১২২ নম্বর অনুচ্ছেদ অনুসারে ব্যতিক্রমী ক্ষেত্রে বিনা সম্মতিতেই দাম্পত্য বিষয়ক কথা প্রকাশ্যে আনতে পারেন স্বামী বা স্ত্রী।

প্রসঙ্গত, ওই অনুচ্ছেদে বলা হয়েছে, দাম্পত্য বিষয়ক কথোপকথন স্বামী বা স্ত্রী অপরের সম্মতি ছাড়া প্রকাশ্যে আনতে পারেন না। তবে স্বামী বা স্ত্রী একে অপরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলে এই বিষয়ে ছাড় দেওয়া যেতে পারে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement