ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার শব্দবাজি সংক্রান্ত এক রায়ে সুপ্রিম কোর্ট দিল্লি এবং দেশের অন্যান্য শহরের জন্য একই নিয়মের কথা বলেছে। সুপ্রিম কোর্টের দাবি শুধু দিল্লি নয়, সারা দেশেই নিষিদ্ধ হওয়া উচিত শব্দবাজি। শব্দবাজি সংক্রান্ত একটি আবেদনের শুনানিতে এমনই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।
দিল্লি-এনসিআর অঞ্চলে বাজি বিক্রি, সংরক্ষণ, পরিবহণ এবং উৎপাদন নিষিদ্ধ করার নির্দেশ দেয় দিল্লি হাই কোর্ট। ৩ এপ্রিলের সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বাজি নির্মাতারা। তাঁদের দাবি, এই শিল্পের সঙ্গে অনেক পরিবার জড়িত যাদের উপর এই সিদ্ধান্ত প্রভাব ফেলছে। এদিন সেই মামলার শুনানির সময়ই শীর্ষ আদালত এই মন্তব্য করে। প্রধান বিচারপতি বিআর গাভাই বলেন, “যদি দেশের রাজধানী অঞ্চলের শহরগুলির দূষণমুক্ত বাতাসের অধিকার থাকে, তাহলে অন্যান্য শহরের মানুষের কেন থাকবে না? যে নীতিই থাকুক না কেন, তা সর্বভারতীয় স্তরে হওয়া উচিত। আমরা কেবল দিল্লির জন্য নীতি তৈরি করতে পারি না।”
আদালত মন্তব্য করেছে শব্দবাজির উপর নিষেধাজ্ঞা মাত্র কয়েক মাসের মধ্যে সীমাবদ্ধ রাখলে কোনও লাভ হবে না। কারণ সারা বছর ধরে আতশবাজি সংরক্ষণ করা হবে শুধুমাত্র নিষেধাজ্ঞার সময় বিক্রি এবং ব্যবহারের জন্য। এদিকে, গত এপ্রিলেই অন্য একটি মামলায় নিজের পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, “যদি এটি দেখানো যায় সবুজ বাজি ফাটানোর ফলে দূষণ কম হচ্ছে তাহলে এই পূর্ববর্তী আদেশের মাধ্যমে আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার সম্ভাবনা রয়েছে।” আদালত শুক্রবার কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট থেকে একটি রিপোর্ট চেয়েছে। দুই সপ্তাহ পরে ফের মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর শীত পড়ার আগে থেকে খারাপ হতে শুরু করে দিল্লির বাতাসের গুণমান। শুধু দিল্লি নয়, নয়ডা, গাজিয়াবাদ-সহ আশপাশের এলাকাগুলিতে প্রায় প্রতিবছরই লাল সংকেতের জারি হয়। আগামী দিনে এই দূষণ আরও খারাপ আকার নেবার সম্ভাবনা রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.