Advertisement
Advertisement
Thalapathy Vijay

কারুর পদপিষ্ট কাণ্ডে CBI তদন্তের নির্দেশ, ৩ সদস্যের কমিটি গঠন করল সুপ্রিম কোর্ট

মাদ্রাজ হাইকোর্টের ৩ অক্টোবরের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বিজয়ের দল।

supreme court order cbi probe in Thalapathy Vijay rally in karur
Published by: Anustup Roy Barman
  • Posted:October 13, 2025 1:41 pm
  • Updated:October 13, 2025 1:41 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: দক্ষিণী অভিনেতা এবং রাজনীতিবিদ বিজয়ের সমাবেশে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে তিন সসদ্যের কমিট গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিজয়ের দল, তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সমাবেশ হয় তামিলনাড়ুর কারুরে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। পদপিষ্ট হয়ে নারী ও শিশু সহ ৪১ জনের মৃত্যু হয়। প্রায় ৬০ জন আহত হন।

Advertisement

টিভিকে-র আবেদনের ভিত্তিতে এই অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের ৩ অক্টোবরের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় টিভিকে। হাই কোর্টের নির্দেশে শুধুমাত্র রাজ্য পুলিশ অফিসারদের নিয়ে একটি এসআইটি গঠন করা হয়েছিল। পাশাপাশি টিভিকে এবং বিজয়ের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়।

সুপ্রিম কোর্টের বিচারপতি জে কে মহেশ্বরী এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ বলেছে, এই ঘটনার তদন্ত সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হবে। তদন্তের স্বচ্ছতা বজায় রাখার জন্য, তিন সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। এই কমিটির প্রধান হবেন বিচারপতি অজয় ​​রাস্তোগি। এছাড়াও কমিটিতে থাকবেন দুই আইপিএস অফিসার। এই আধিকারিকরা তামিলনাড়ু ক্যাডারের হতে পারেন কিন্তু তামিলনাড়ুর স্থানীয় বাসিন্দা হতে পারবেন না।

এই কমিটি সিবিআই তদন্তের তদারকি করবে। পদপিষ্ট হওয়ার ঘটনার সঙ্গে সম্পর্কিত যেকোনও বিষয়ের তদন্ত এই কমিটি করতে পারবে। প্রত্যেক মাসে তদন্তের রিপোর্ট কমিটির কাছে জমা দেবে সিবিআই।

আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনা “নাগরিকদের মৌলিক অধিকারের উপর প্রভাব ফেলেছে এবং দেশের বিবেককে নাড়া দিয়েছে।” আদালতের পর্যবেক্ষণ, এই ঘটনায় একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ