Advertisement
Advertisement
Supreme Court

OBC মামলা: ‘সুপ্রিম’ নিষেধ সত্ত্বেও হাই কোর্টের নির্দেশ, আদালত অবমাননার মামলা করতে বললেন প্রধান বিচারপতি

মামলার পরবর্তী শুনানি ৯ সেপ্টেম্বর।

Supreme Court orders to file new plea against Calcutta HC on OBC case, next hearing on August 9
Published by: Sucheta Sengupta
  • Posted:August 12, 2025 12:40 pm
  • Updated:August 12, 2025 3:37 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: ওবিসি মামলার জট কিছুতেই কাটছে না। মঙ্গলবার এনিয়ে রাজ্যের দ্রুত শুনানির আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানাল, বৃহস্পতিবার শুনানি হবে। প্রধান বিচারপতি সাফ জানালেন, যে সময় মামলাটি তালিকায় রয়েছে, সেই সময়ই শুনানি হবে। আসলে ওবিসি মামলার জেরে আটকে রয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং-সহ একাধিক পরীক্ষার ফলপ্রকাশ, যাতে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের। তার জেরে মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছিল। কিন্তু মূল মামলার শুনানি ৯ সেপ্টেম্বর।

Advertisement

অন্যান্য অনগ্রসর শ্রেণির শংসাপত্র মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কুণাল মিমানি। তাতে প্রধান বিচারপতি জানান, ”মামলা শুনানির জন্য লিস্ট তো করাই আছে।” তাতে আইনজীবী জানান, এনিয়ে কলকাতা হাই কোর্ট একের পর এক নির্দেশ দিয়েই যাচ্ছে। শুনে বিরক্ত প্রধান বিচারপতি জানতে চান, ”আমরা তো হাই কোর্টকে কোনও নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। এক কাজ করুন, আপনি আদালত অবমাননার একটা ফ্রেশ আবেদন জমা দিন।” এরপরই আইনজীবী অনুরোধ করেছিলেন মামলার দ্রুত শুনানি হোক। তাতে প্রধান বিচারপতি জানিয়ে দেন, দ্রুত শুনানি নয়।

আসলে এই মুহূর্তে ওবিসি সংক্রান্ত মূল মামলার জেরে রাজ্যে আটকে রয়েছে জয়েন্ট এন্ট্রান্স-সহ বিভিন্ন পরীক্ষার ফলপ্রকাশ। অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। গত ২৮ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। হাই কোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে। গত বৃহস্পতিবার হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের মেধাতালিকা বাতিল করে নতুন মেধাতালিকা তৈরির নির্দেশ দেন। আদালত জানায়, নতুন ওবিসি তালিকা মেনে মেধাতালিকা প্রকাশ করা যাবে না। পুরনো বিধি মেনে, অর্থাৎ ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই ১৫ দিনের মধ্যে নতুন মেধাতালিকা প্রকাশ করতে হবে। তাতে অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র পড়ুয়াদের জন্য পূর্বের মতো ৭ শতাংশ সংরক্ষণই বরাদ্দ থাকবে। এর পরেই হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য। সেখানেই বিচারপ্রক্রিয়া চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ