ফাইল ছবি
সোমনাথ রায়, নয়াদিল্লি: এসএসসির তরফে ‘দাগি’দের তালিকা প্রকাশের পরই সুপ্রিম আদালতে যান ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত বিকাশ পাত্র। তাঁর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ জানায়, “আপনি অযোগ্য। আমাদের কিছু করার নেই।”
চাকরিবাতিল নিয়ে একাধিক মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালতের নির্দেশে এসএসসি ‘দাগি’দের তালিকা প্রকাশের পর বহু অযোগ্যও চাকরি ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁদেরই একজন ‘অযোগ্য’ হিসেবে চিহ্নিত বিকাশ পাত্র। তবে তাঁর করা মামলাকে গুরুত্ব দিল না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। সাফ জানিয়ে দেওয়া হল, আদালতের কিছু করার নেই।
এদিন শুনানিতে বিচারপতিরা প্রশ্ন করেন, অযোগ্যদের টাকা ফেরত দেওয়ার যে নির্দেশ দিয়েছিল আদালত, তা কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা। এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ৭ তারিখের পরীক্ষা নির্ঝঞ্ঝাটে মিটেছে। এরপরই বিচারপতিদের প্রশ্ন, “আপনাদের প্রকাশ করা তালিকায় স্বচ্ছতা নেই কেন? এত কনফিউশন কেন হচ্ছে?”
প্রসঙ্গত, কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রেখেই চলতি মে-মাসে ২০১৬ সালের এসএসসির প্য়ানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। যদি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে নির্দেশ বদলও করেছিল শীর্ষ আদালত। পরবর্তীতে যোগ্য-অযোগ্যদের আলাদা করার দাবি ওঠে। এক পর্যায়ে শীর্ষ আদালতের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.