সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের নাম ভোট চাওয়ার অভিযোগ। আসাদউদ্দিন ওয়েইসির দল AIMIM-কে নিষিদ্ধ করার দাবি সুপ্রিম কোর্টে। ওই মামলার প্রেক্ষিতে শীর্ষ আদালত ভারতীয় রাজনীতির ধূসর জায়গার কথা মনে করাল। তবে ওয়েইসির দলের বিরুদ্ধে মামলা খারিজ করে সার্বিকভাবে কোনও দলের নাম না নিয়ে ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি ধর্মের নামে রাজনীতি করার অভিযোগে অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসিলমিন অর্থাৎ AIMIM-কে নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের করেছিলেন তিরুপতি নরসিমা মুরারী নামের এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, আসাদউদ্দিন ওয়েইসির দল ধর্মের নামে ভোট চায়। ইসলামিক শিক্ষার প্রসারের কথা বলে। শুধু মুসলিম ঐক্যর কথা বলে। এভাবে ধর্মের নামে ভোট চাওয়া রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া উচিত। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক অভিরাম সিং মামলার রায়ের কথাও উল্লেখ করেন মামলাকারী। অভিরাম সিং মামলায় শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছিল, কোনও ব্যক্তি বা নেতা ধর্ম বা জাতীকে ব্যবহার করে ভোট চাইতে পারবে না।
বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ মামলাকারীদের ওই যুক্তি খারিজ করে দিল। শীর্ষ আদালত জানিয়ে দিল, AIMIM-এর সংবিধান ভারতের সংবিধান বিরোধী নয়। বরং ভারতের সংবিধানের সঙ্গে সম্পৃক্ত। তাছাড়া কেউ যদি শিক্ষার প্রসার ঘটাতে চায়, তাহলে তাতে আপত্তির কোনও কারণ নেই। সেটা ধর্মীয় শিক্ষা হতেই পারে। শীর্ষ আদালতের আরও বক্তব্য, অভিরাম সিং মামলায় যেটা বলা হয়েছিল সেটা কোনও ব্যক্তি বা একজন নেতার ক্ষেত্রে সত্যি। গোটা রাজনৈতিক দলকে এভাবে ভোট চাওয়ার কারণে বাতিল করা যায় না।
তবে একই সঙ্গে শীর্ষ আদালত স্বীকার করে নিয়েছে, ভারতীয় রাজনীতিতে একটা ধূসর জায়গা রয়েছে। ধর্মের নামে ভোট চাওয়া বিপজ্জনক। একইরকম ভাবে জাতের নামে ভোট চাওয়াও বিপজ্জনক। এক্ষেত্রে ওই মামলাকারীকে কোনও রাজনৈতিক দলের নাম না করে সার্বিকভাবে একটি রিট পিটিশন দায়ের করার প্রস্তাব দিয়েছে শীর্ষ আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.