Advertisement
Advertisement
Pahalgam Terror Attack

‘কাশ্মীরের আমজনতাকে বাঁচাতে কেন্দ্রকে নির্দেশ দিন’, পহেলগাঁও হামলায় আবেদন সুপ্রিম কোর্টে

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কাশ্মীরের তিন ব্যক্তি।

Supreme Court to hear petition on Pahalgam Terror Attack

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:May 1, 2025 12:02 am
  • Updated:May 1, 2025 12:17 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার বিচারবিভাগীয় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কাশ্মীরের তিন ব্যক্তি। বৃহস্পতিবার তাঁদের আবেদনের শুনানি হবে শীর্ষ আদালতে। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পরে ইতিমধ্যেই জোরকদমে তদন্ত চালাচ্ছে এনআইএ। কীভাবে হামলার প্রত্যাঘাত করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সেনাকে।

Advertisement

মঙ্গলবারই পহেলগাঁও হামলার এক সপ্তাহ পূরণ হয়েছে। অথচ এখনও মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা। এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের গ্রেপ্তার বা নিকেশ করা যায়নি। এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র। এহেন পরিস্থিতিতে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে। তারপরেই সেনাকে প্রত্যাঘাতের পূর্ণ স্বাধীনতা দেন।

অন্যদিকে, হামলার পাঁচদিন পর সরকারিভাবে পহেলগাঁও হামলার তদন্তভার হাতে নেয় জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। তবে তবে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আগেই ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে এসেছেন। প্রাথমিকভাবে তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে এবং একাধিক তথ্য়ও উঠে এসেছে তদন্তের মাধ্যমে। বারবার সূত্র মিলেছে যে হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ যোগ ছিল।

এহেন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কাশ্মীরের ফতেহ কুমার সাহু, মহম্মদ জুনেইদ এবং ভিকি কুমার। তাঁদের দাবি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পহেলগাঁও হামলার বিচারবিভাগীয় তদন্ত হোক। এছাড়াও কেন্দ্র, জম্মু-কাশ্মীর সরকার, সিআরপিএফ এবং এনআইএকে শীর্ষ আদালত নির্দেশ দিক যেন তারা কাশ্মীরের আমজনতাকে সুরক্ষিত রাখতে যথাযথ পরিকল্পনা তৈরি রাখেন। জানা গিয়েছে, বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ