Advertisement
Advertisement
Bihar SIR

‘বেআইনিভাবে হলে বিহারের গোটা SIR বাতিল করে দেব’, কমিশনকে কড়া হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

এই মামলায় আগামী ৭ অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Supreme Court warns ECI on cancelling Bihar SIR in case of discrepancy

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 15, 2025 3:33 pm
  • Updated:September 15, 2025 3:55 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট! সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, নির্বাচন কমিশন যদি বিহারের এসআইআর নিয়ে কোনও অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে। বাতিল করা হবে বিহারের নিবিড় সংশোধনের প্রক্রিয়া। এই মামলায় আগামী ৭ অক্টোবর ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে।

Advertisement

সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ বলে, “নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা। আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে। কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনওরকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে।” তবে আপাতত বিহারে এসআইআরে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। আগামী ৭ অক্টোবর এই মর্মে ফের শুনানি হবে। 

উল্লেখ্য, দিনকয়েক আগেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিল কমিশন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর ক্ষেত্রে ১২তম প্রামাণ্য নথি হিসাবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে, এই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কমিশনের লাগাতার আপত্তি উড়িয়ে দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের তরফে আরও বলা হয়েছে, আধার কখনই নাগরিকত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হবে না। ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলির আধার কার্ড যাচাইয়েরও অধিকার থাকবে।

প্রসঙ্গত, এসআইআর-এর পর বিহারের খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। বিরোধী দলগুলি অভিযোগ করেছে, এই ৬৫ লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে। শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশও করেনি। কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয়। কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি। এবার গোটা পদ্ধতি নিয়েই কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়ে রাখল সুপ্রিম কোর্ট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement