Advertisement
Advertisement
Supreme Court

ওবিসি শংসাপত্র বাতিল মামলায় শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ রাজ্যের, কবে শুনানি?

২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি সংশাপত্র বাতিল করে কলকাতা হাই কোর্ট।

Supreme Court will hear OBC case on November
Published by: Subhankar Patra
  • Posted:October 14, 2025 4:15 pm
  • Updated:October 14, 2025 7:23 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র বাতিলের শুনানি আগামী ৬ নভেম্বর। মঙ্গলবার, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মামলাটি চলতি সপ্তাহে শুনানির জন্য প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করেন। প্রধান বিচারপতি জানান, নভেম্বরের ৬ তারিখ মামলাটির শুনানি হবে। ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ইস্যু করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে কলকাতা হাই কোর্ট। সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য।

Advertisement

কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০১০ সালের ৯ ডিসেম্বরের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যের দেওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এই রায়ে বাতিল হয়ে যায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। কলকাতা হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থা এই রায় ঘোষণা করেন। তারপরই রাজ্য এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা জানান। সেই মোতাবেক মামলাও করা হয় শীর্ষ আদালতে। তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন জানায় রাজ্য। তবে সেই মামলার নিষ্পত্তি হয়নি।

হাই কোর্টের রায় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় বলেছিলেন, “কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী বলে চলেছেন তফসিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনও হতে পারে? তাহলে সংবিধান ভেঙে দিতে হয়। আজ শুনলাম কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না। যেমন ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল করেছিল। আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই বলছে আজকে। যে-ই রায় দিয়ে থাকুন। বিজেপির রায় এটা। আমরা মানি না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে।”

এর মাঝেই অবসর নেন বিচারপতি চন্দ্রচূড়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হন বিচারপতি গাভাই। এবার তাঁর বেঞ্চে মামলা শোনার আর্জি জানান বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। বলেন, চলতি সপ্তাহেই মামলাটির শুনানি করা হোক। তবে চলতি সপ্তাহ নয়,  নভেম্বর মাসের ৬ তারিখ মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি গাভাই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ