Advertisement
Advertisement
Supreme Court

‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কী হল?’, তামিলনাড়ুর দুর্নীতি মামলায় ফের ইডিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

এই মামলায় আগেও শীর্ষ আদালতে ভর্ৎসনা শুনতে হয়েছে ইডিকে।

Supreme Court's 'what happens to federalism' query in Tamil Nadu liquor case
Published by: Subhajit Mandal
  • Posted:October 14, 2025 5:24 pm
  • Updated:October 14, 2025 5:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। খোদ প্রধান বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিরস্কার করে বললেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোরও তোয়াক্কা করছে না কেন্দ্রীয় ওই তদন্তকারী সংস্থাটি। তামিলনাড়ুর সরকারি সংস্থার কেলেঙ্কারি সংক্রান্ত ওই মামলায় মে মাসেও একইভাবে ইডিকে তিরস্কার করে শীর্ষ আদালত।

Advertisement

সম্প্রতি তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক) নামক রাজ্য সরকার অধীনস্থ সংস্থার বিরুদ্ধে প্রায় এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। ইডির অভিযোগ, ওই মামলায় এমন বহু প্রমাণ তারা পেয়েছে যা বড়সড় দুর্নীতির প্রমাণ দেয়। তদন্তভার নিয়েই ইডি তাসম্যাকের দপ্তরে হানা দিয়েছে। এবং গোটা সংস্থার বিরুদ্ধেই মামলা দায়ের করছে। তাতেই ক্ষুব্ধ শীর্ষ আদালত।

ইডির বিরুদ্ধে তাসম্যাক এবং তামিলনাড়ু সরকারের করা মামলায় সুপ্রিম কোর্টের বক্তব্য, ওই মামলায় ইতিমধ্যেই তামিলনাড়ু সরকার নিজেদের মতো করে তদন্ত করছে। তাহলে ইডি কেন গোটা সংস্থার বিরুদ্ধে মামলা করে তদন্তে ইডি? প্রধান বিচারপতির প্রশ্ন, “রাজ্য সরকার তো তদন্ত করছে। এমন তো নয় তদন্ত হচ্ছে না। রাজ্যের এজেন্সির কি তদন্ত করার অধিকার নেই? যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কী হল?

এই মামলায় আগেও ইডিকে ভর্ৎসনা করেছে ইডি। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে আগে বলেছিল, “ইডি সংবিধান এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর তোয়াক্কা করে না।” বস্তুত ইডির ক্ষমতা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। এর আগে সুপ্রিম কোর্ট বলেছে, ইডির উচিত নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়টি খেয়াল রাখা। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এর আগে পর্যবেক্ষণে জানিয়েছে, আর্থিক প্রতারণা মামলায় জামিন পাওয়াই দস্তুর, জেলযাত্রা ব্যতিক্রম। এবার ইডির কাজের পরিধি নিয়ে ফের প্রশ্ন তুলল শীর্ষ আদালত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ