সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারা গিয়েছেন তরুণী৷ তবু তাঁর মৃত্যু নিয়ে মাথাব্যথা নেই কারওর৷ স্বামী বা পরিবারের সঙ্গে কোনওভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও তাঁর পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন৷ বারবার ফোনও করা হয়েছে তরুণীর স্বামীকে৷ তবে তা সত্ত্বেও তরুণীর স্বামী ফোন ধরেননি৷ তাই কার্যত বাধ্য হয়েই টুইট করেছেন বিদেশমন্ত্রী। বিমান দুর্ঘটনায় নিহত শিখা গর্গের পরিবারের সঙ্গে যোগাযোগ করার বিষয়ে তাঁকে সাহায্যের আরজি জানিয়েছেন সুষমা স্বরাজ।
রবিবার সকাল ৮টা ৩৮ নাগাদ আদ্দিস আবাবার বোলে বিমানবন্দর থেকে নাইরোবির উদ্দেশে উড়েছিল ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমান। উড়ান ভরার কিছুক্ষণ পরই ভেঙে পড়ে বিমানটি৷ তারই যাত্রী ছিলেন শিখা গর্গ৷ রাষ্ট্রসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নাইরোবিগামী বিমানে উঠেছিলেন ভারতের পরিবেশ ও বনমন্ত্রকের উপদেষ্টা শিখা।
নিজের দপ্তরের কর্মী শিখার মৃত্যুর বিষয়টি কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধনই জানিয়েছিলেন সুষমাকে। টুইটারে এ নিয়ে শোকপ্রকাশও করেছেন তিনি।
My condolences to the families of four Indian nationals who have died in an unfortunate crash of Ethiopian Airlines.Sadly,a UNDP consultant attached to my ministry Ms Shikha Garg,also died in the crash. My prayers for the departed souls.
— Dr. Harsh Vardhan (@drharshvardhan)
তারপরই শিখার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করেন বিদেশমন্ত্রী। তবে সে চেষ্টা সফল হয়নি সুষমার। বাধ্য হয়ে সোমবার সকালে একটি টুইট করেন বিদেশমন্ত্রী৷ তিনি লেখেন, “দুভার্গ্যজনকভাবে বিমান দুর্ঘটনায় মৃত শিখা গর্গের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তাঁর স্বামীকেও ফোন করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করুন।” বিদেশমন্ত্রী জানিয়েছেন, ওই বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিখা-সহ মোট চারজন ভারতীয় ছিলেন। তাঁরা হলেন বৈদ্য পন্নাগেশ ভাস্কর, বৈদ্য হনসিন অন্নাগেশ, নুকাপ্রভু মণিষার। মৃত চার ভারতীয়ের পরিবারের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করা হচ্ছে৷
I am trying to reach the family of Shikha Garg who has unfortunately died in the air crash. I have tried her husband’s number many times. Please help me reach her family.
— Sushma Swaraj (@SushmaSwaraj)
এদিকে, ইথিওপিয়া বিমান দুর্ঘটনার পর সতর্ক হল ভারতও। ভেঙে পড়া বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলটি ভারতীয় বিমানসংস্থা স্পাইসজেট ও জেট এয়ারওয়েজ ব্যবহার করছে কি না। ব্যবহার করলে সেই বিমানগুলির অবস্থা কীরকম আছে, সংস্থাগুলির কাছে সেই সংক্রান্ত রিপোর্ট তলব করবে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। ওই বোয়িংটির উড়ান চলাচল নিষিদ্ধ করেছে চিন। সোমবারই স্পাইস এবং জেটের থেকে তথ্য চেয়ে পাঠাচ্ছে কেন্দ্রও। ডিজিসিএ-র বক্তব্য, বিমানটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। স্পাইস এবং জেট সংস্থার থেকে রিপোর্ট তলব হচ্ছে।
Directorate General of Civil Aviation: DGCA is reviewing the matter regarding safety issues post accident of Boeing Ethopian Airline B737-800MAX yesterday. DGCA shall issue additional safety instructions tonight or tomorrow morning in this regard for Indian operators. (File pic)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.