Advertisement
Advertisement
Taj Mahal

শত্রুর নজরে ঐতিহ্যবাহী তাজমহল! আগ্রায় জারি হাই অ্যালার্ট, সুরক্ষা বাড়ল কয়েকগুণ

ইউনেস্কোর ঐতিহ্যবাহী তাজমহলের 'ইয়েলো জোনে' বাড়ানো হয়েছে নিরাপত্তা।

Taj Mahal on high alert after Operation Sindoor, security enhanced

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:May 8, 2025 9:04 pm
  • Updated:May 8, 2025 9:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক যুদ্ধের আবহে শত্রুপক্ষের নজরে পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম, ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থাপত্য তাজমহল! হাই অ্যালার্ট তাজমহল ঘিরে। আগ্রা পুলিশের তাজ সিকিউরিটি ইউনিটকে বাড়তি সতর্ক করা হল। যার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মোঘল স্থাপত্য ঘিরে নিরাপত্তা বাড়ল কয়েকগুণ। বিশেষত তাজমহলের ‘ইয়েলো জোন’-এ আরও বেশি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর। বাড়ানো হয়েছে নজরদারিও।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর হামলায় ২৬ জন নিরীহ ভারতীয়র হত্যাকাণ্ডের পর থেকেই সীমান্তে উত্তেজনা তুঙ্গে। পহেলগাঁওয়ের প্রত্যাঘাতে গত ৭ মে, মাঝরাতে পাক অধিকৃত কাশ্মীর ও সীমান্ত এলাকার জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে অপারেশন সিঁদুরের আওতায় হামলা চালায় ভারতীয় সেনা। তারপর থেকে দু’দেশের মধ্যে যুদ্ধের আবহ আরও স্পষ্ট হয়েছে। বুধ ও বৃহস্পতিতে পাকিস্তানও ভারতের একাধিক জায়গায় হামলা চালিয়েছে। তার জেরে চূড়ান্ত সতর্কতা অবলম্ব করেছে ভারতীয় সেনা। দেশের বিভিন্ন বিখ্যাত এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ইউনেস্কোর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান তাজমহল। এর একটা বড় অংশে হাই অ্যালার্ট জারি হয়েছে।

তাজ সিকিউরিটির তরফে এসিপি আরিব আহমেদ জানান, ”তাজমহলের ইয়েলো জোনে হাই অ্যালার্ট জারি হয়েছে। এই এলাকায় ৯টি চেকপয়েন্ট, ৬টি ওয়াচ টাওয়ার, ৮টি বুলেটপ্রুফ প্রবেশদ্বার রয়েছে। এখানে ২৪ ঘণ্টা নজরদারি এবং পাহারা রয়েছে। রয়েছে কুইক রেসপন্স টিম এবং লোকাল ইন্টেলিজেন্স ইউনিট।” আগ্রা থেকে তাজমহল প্রবেশের পথে কড়া নজরদারি জারি রয়েছে। প্রতিটি গাড়িকে খুঁটিনাটি পরীক্ষা করে তবেই প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। যে পর্যটকরা তাজমহলের আশপাশের হোটেলে রয়েছেন, তাঁদের যাবতীয় তথ্য সংগ্রহ করছে পুলিশ। রাতারাতি তাজমহলের পরিবেশ বদলে গিয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র তাজমহল। প্রতিদিন লাখো মানুষ ভিড় করে। সেই কারণে সন্ত্রাসবাদীদের সফট টার্গেট হতে পারে এই ঐতিহ্যবাহী স্থানটি। ঠিক যেভাবে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় নিরীহ পর্যটকদেরই টার্গেট করে ধর্ম বেছে বেছে মারা হয়েছিল, সেই আশঙ্কা রয়েছে এখানেও। সেই কারণেই এই নিরাপত্তা বৃদ্ধি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement