Advertisement
Advertisement
Mehbooba Mufti

‘তালিবানের সঙ্গে হৃদ্যতা অথচ দেশের মুসলিমদের…’, মোদি সরকারকে তোপ মেহবুবার

'আপনারা তো তালিবানকে সন্ত্রাসী বলতেন', কেন্দ্রকে কটাক্ষ মেহবুবার।

Taliban welcome but what about muslims of country, Mehbooba Mufti ask to Central

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:October 12, 2025 9:19 pm
  • Updated:October 12, 2025 9:19 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সফরে এসেছেন তালিবানের মন্ত্রী আমির খান মুত্তাকি। তাঁর অভ্যর্থনার কোনও ত্রুটি রাখেনি কেন্দ্র। এবার সেই ইস্যুতেই মোদি সরকারকে একহাত নিলেন জম্মু ও কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। রীতিমতো প্রশ্ন ছুড়ে তিনি বলেন, একসময় যাদের সন্ত্রাসী বলা হত আজ তাদের অভ্যর্থনা করা হচ্ছে, অথচ দেশের মুসলিমদের প্রতি শত্রুতা কেন?

Advertisement

রবিবার জম্মু ও কাশ্মীরে এক দলীয় সভায় উপস্থিত হয়ে মেহবুবা বলেন, “আপনারা তো তালিবানকে একসময় সন্ত্রাসী বলতেন। আজ তাঁদের সঙ্গে আলোচনা করছেন, তাহলে নিজের লোকেদের সঙ্গে শত্রুতা কেন করা হচ্ছে? নিজের লোকেদের গলা টিপে ধরা হচ্ছে কেন? দেশের ভিতরে আপনাদের লোকেরা দাঁড়িওয়ালাদের দাঁড়ি কেটে নিচ্ছে। অথচ মাথায় পাগড়ি পরে লম্বা দাঁড়িওয়ালা লোকেরা দেশে আসছেন। তাঁদের সামনে আপনারা হাতজোড় করে দাঁড়াচ্ছেন।” এরপরই মুফতি বলেন, “যদি তালিবানের সঙ্গে ভালো সম্পর্ক রাখলে দেশের লাভ হয় তবে কথা বলুন। কিন্তু দেশে যে মুসলিমরা রয়েছেন, যাঁদের মসজিদ আপনারা ভাঙেন, বাড়ি ভাঙেন, স্কুল ভাঙেন। আগে তাঁদের সঙ্গে সম্পর্ক ঠিক করুন। তারপর।”

একইসঙ্গে মেহবুবা বলেন, “জম্মু ও কাশ্মীর পাকিস্তানের সঙ্গ ছেড়ে ভারতকে ভালোবেসে ভারতের অংশ হয়েছিল। আজ সেই কাশ্মীরিদের জীবন বেহাল করে দেওয়া হচ্ছে। আজ এখানে বেকারত্ব সবচেয়ে বেশি এখানে।” এক্স হ্যান্ডেলেও তিনি লেখেন, ‘লাভ জেহাদ’, ‘ভূমি জেহাদ’, ‘ভোট জেহাদ’ এবং ‘গরু জেহাদের’ নামে, বিজেপি বারবার মুসলিম জনগোষ্ঠীকে নিশানা করে, অপমানজনক মন্তব্য করে। আর আজ সেই বিজেপির নেতৃত্বে গণতন্ত্রের পীঠস্থান ভারত, জিহাদের আশ্রয়দাতা তালিবানকে আলিঙ্গন করার সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, ৬ দিনের সফরে ভারতে এসেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। গতকাল বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জয়শংকরের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিক সম্মেলন করে আমির বলেন, তাঁর সঙ্গে বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয়েছে। তাঁর কথায়, ”উন্নয়নমূলক প্রকল্প ও আফগানিস্তানে নিজেদের সম্ভাবনা বৃদ্ধি করার ভারতের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।” সেই সঙ্গেই নিরাপত্তা বিষয়েও মুখ খোলেন তিনি। বলেন, ”নিরাপত্তা সহযোগিতা নিয়ে আমাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা আফগানিস্তানের ভূখণ্ডকে কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না। উভয়পক্ষই এই বিষয়ে যোগাযোগ রাখবে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ