Advertisement
Advertisement
Kunal Kamra

যেভাবেই হোক গ্রেপ্তার করার চেষ্টায় মুম্বই পুলিশ! ফের আদালতে জামিন পেলেন কুণাল কামরা

কোনওভাবেই কুণালকে গ্রেপ্তার করতে পারবে না মুম্বই পুলিশ।

Tamil Nadu Court Grants Transit Anticipatory Bail To Kunal Kamra

ছবি ফাইল

Published by: Subhajit Mandal
  • Posted:April 2, 2025 12:10 am
  • Updated:April 2, 2025 12:10 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও আগাম জামিন পেলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। তাঁর গ্রেপ্তারিতে নিষেধাজ্ঞা জারি করে ইতিমধ্যেই কৌতুকশিল্পীকে আগাম জামিন দিয়েছে মাদ্রাজ হাই কোর্ট। এবার তামিলনাড়ুর এক স্থানীয় আদালতে নতুন করে জামিনের আবেদন করেন কুণাল। এবারেও জামিন পেলেন তিনি।

Advertisement

ওই কৌতুক শিল্পীর অভিযোগ, মাদ্রাজ হাই কোর্টে জামিন পেলেও তাঁকে গ্রেপ্তার করার জন্য উঠেপড়ে লেগেছে মুম্বই পুলিশ। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি থানায় এফআইআর হয়েছে। সেই সব মামলায় কৌতুকশিল্পীকে তলব করে সমনও পাঠিয়েছে মুম্বই পুলিশ। সেই অভিযোগ থেকে নিস্তার পেতে তিনি তামিলনাড়ুর ভানুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদলতে জামিনের আবেদন করেন। কৌতুকশিল্পীকে আগাম জামিন দিয়েছে ওই আদালত। কুণাল এবারে ট্রানজিট অ্যান্টিসিপেটারি বেল পেয়েছেন। যার ফলে যে থানায় তাঁর বিরুদ্ধে মামলা, সেই থানা এলাকার বাইরে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। যার অর্থ মুম্বই পুলিশ কোনওভাবেই কুণালকে গ্রেপ্তার করতে পারবে না।

সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে কৌতুক পরিবেশনের সময় শিব সেনার দ্বিখণ্ডিত হওয়াকে ব্যাঙ্গ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা। শিল্পীর ঘনিষ্ঠ মহলের দাবি, কমপক্ষে ‘৫০০টি হুমকি ফোন’ পেয়েছেন তিনি। যে হোটেলে এই শো রেকর্ড করা হয়েছিল, রবিবার সেখানে হামলা চালায় শিব সেনা (শিণ্ডে) সমর্থকরা। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসেরও রোষের মুখে পড়েছেন কুণাল। ফড়ণবিসের দাবি, অবিলম্বে কুণালের ক্ষমা চাওয়া উচিত। যদিও নিজের বক্তব্যে অনড় কুণাল জানিয়েছেন, ক্ষমা চাইবেন না। বরং আইনের পথে হেঁটে পরিস্থিতির মোকাবিলা করবেন তিনি।

এর আগে মাদ্রাজ হাই কোর্ট কুণালকে আগাম জামিন দিয়েছে। সেই জামিনের মেয়াদ অবশ্য ৭ এপ্রিল পর্যন্ত। সেদিন তাঁকে আদালতে হাজির থাকারও নির্দেশ দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement