Advertisement
Advertisement
Vijay Rally stampede

‘তামিলনাড়ুর ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনা’, বিজয়ের মিছিলে পদপিষ্টে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ স্ট্যালিনের

দুর্ঘটনা নিয়ে মুখ খুলেছেন বিজয়, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা স্ট্যালিনের।

Tamil Nadu government orders inquiry led by Justice Aruna Jagadeesan into Vijay Rally stampede
Published by: Subhajit Mandal
  • Posted:September 28, 2025 8:16 am
  • Updated:September 28, 2025 8:18 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কারুরে অভিনেতা বিজয়ের রাজনৈতিক মিছিলে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। আরও ৫১জন ভর্তি আইসিইউতে। স্ট্যালিনের আক্ষেপ, তামিলনাড়ুর ইতিহাসে এর আগে কোনও রাজনৈতিক কর্মসূচিতে এত মানুষের প্রাণ যায়নি। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রার্থনা, আগামী দিনেও যেন এই ধরনের ঘটনা না ঘটে।

Advertisement

পদপিষ্ট হওয়ার ঘটনার পর মুখ খুলেছেন বিজয় নিজে। সোশাল মিডিয়ায় তিনি বলছেন,”আমার হৃদয় বিদীর্ণ। শোকপ্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। আমার যে সব ভাই-বোনেদের প্রাণ গিয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।” এদিকে আজ সকালেই ঘটনাস্থলে পৌঁছে যান মুখ্যমন্ত্রী স্ট্যালিন। হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তাঁদের সমস্তরকম সাহায্যের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করবে সরকার। আহতদের চিকিৎসার জন্য দেওয়া হবে ১ লক্ষ টাকা করে।

স্ট্যালিন ঘটনায় শোকপ্রকাশ করে বলছিলেন, “এই ঘটনায় শোকজ্ঞাপনের কোনও ভাষা নেই। তামিলনাড়ুর ইতিহাসে এত মর্মান্তিক ঘটনা আগে কোনও রাজনৈতিক সভায় হয়নি। এত মানুষের প্রাণ আগে যায়নি। এখনও পর্যন্ত ৩৯ জন প্রাণ হারিয়েছেন। আরও ৫১ জন আইসিইউতে। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই।” মুখ্যমন্ত্রীর ঘোষণা, এই ঘটনার জন্য যারা দায়ী তাঁদের সবরকম শাস্তির ব্যবস্থা করবে তাঁর সরকার। ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন তিনি। বিচারপতি অরুণা জগদীশন ওই কমিটির নেতৃত্ব দেবেন।

পুলিশ প্রশাসন অবশ্য ঘটনার দায় চাপাচ্ছে অভিনেতা বিজয়ের উপরই। তামিলনাড়ুর এডিজিপি জানিয়েছেন, মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, যে পরিমাণ মানুষ জমায়েত করার অনুমতি দেওয়া হয়েছিল তার তিনগুণ মানুষে চলে আসে। তাছাড়া অভিনেতা বিজয় নিজে সময়মতো ঘটনাস্থলে না আসা দুর্ঘটনার অন্যতম কারণ। সমবেত জনতার জন্য খাবার ও পানিয়ের ব্যবস্থাও করেনি বিজয়ের দল। এমনটাই দাবি পুলিশ সূত্রের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ