Advertisement
Advertisement
Coldrif Cough Syrup

দেশজুড়ে শিশুমৃত্যুর জের! ‘বিষাক্ত’ কফ সিরাপ কোল্ডরিফের লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার

সংস্থাটিকে শাটডাউনেরও নির্দেশ দিয়েছে সরকার।

Tamil Nadu govt revokes manufacturing license for Coldrif cough syrup
Published by: Subhodeep Mullick
  • Posted:October 13, 2025 4:46 pm
  • Updated:October 13, 2025 5:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশুমৃত্যুর ঘটনায় আতঙ্ক ছাড়ায় গোটা দেশে। ইতিমধ্যেই ওষুধ প্রস্তুতকারী সংস্থার মালিক এস রঙ্গনাথনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার সংস্থার লাইসেন্স বাতিল করল তামিলনাড়ু সরকার। পাশাপাশি, সংস্থাটিকে শাটডাউনেরও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

Advertisement

সোমবার তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর জানিয়েছে, কোল্ডরিফ প্রস্তুতকারক সংস্থা ‘স্রেসান ফার্মাসিউটিক্যাল কোম্পানি’র লাইসেন্স বাতিল করা হয়েছে। শুধু তাই নয়, সংস্থাটি সম্পূর্ণ বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাদের প্রস্তুত করা কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক পদার্থ ডাইথিলিন গ্লাইকল পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশে একের পর এক শিশুমৃত্যুর ঘটনার সঙ্গে নাম জড়ায় ‘বিষাক্ত’ এই কফ সিরাপ ‘কোল্ডরিফ’-এর। তারপরই বিতর্ক তৈরি হয়। ওই ওষুধ প্রস্তুতকার সংস্থার মালিককে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এবার বাতিল করা হল সংস্থার লাইসেন্সও।        

প্রসঙ্গত, ‘বিষাক্ত’ কফ সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। যা নিয়ে দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়। সাম্প্রতিক একটি পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল রয়েছে। এই বিষাক্ত রাসায়নিকটির প্রয়োগে শিশুদের কিডনি বিকল হওয়ার সম্ভাবনা প্রবল থাকে। একের পর এক শিশু মৃত্যুর ঘটনার পরেই নড়েচড়ে বসে কেন্দ্র। গত বুধবারই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে কড়া নির্দেশ দিয়েছে তারা।

কেন্দ্রের অধীনস্থ দ্য ডিরেক্টরেট জেনালের অফ হেলথ সার্ভিস স্পষ্ট জানিয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে যথাযথভাবে সমস্ত ওষুধের পরীক্ষা নিশ্চিত করতে হবে। অন্যদিকে, সিরাপ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে একটি জনস্বার্থ মামলা। আইনজীবী বিশাল তিওয়ারি এই মামলাটি দায়ের করেছেন। তাঁর মূল দাবি, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্ত করা হোক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ