প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে মত দেয়নি শ্বশুরবাড়ি। তবু ২২ বছরের তরুণীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ২৬ বছরের যুবক। পরিণতি হল ভয়ংকর। অভিযোগ, এক সুপার মার্কেটের সামনে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছেন তরুণীর ভাইরা! এমনই ঘটনায় চাঞ্চল্য তামিলনাড়ুতে (Tamil Nadu)।
ঠিক কী হয়েছিল? দক্ষিণী রাজ্যের বিরুধুনগরের বাসিন্দা ২২ বছরের নন্দিনীর সঙ্গে মাস আটেক আগে বিয়ে হয় কার্তিকপাণ্ডির। কিন্তু এই বিয়েতে মত ছিল না নন্দিনীর আত্মীয়দের। গতকাল, বুধবার সুপার মার্কেটে গিয়েছিলেন কার্তিকপাণ্ডি। সেখানেই কাজ করতেন নন্দিনী। স্ত্রীকে নিয়ে আসতে ওখানে যান ওই তরুণ। কিন্তু সেখানেই তাঁর উপরে চড়াও হন নন্দিনীর ভাইরা। অভিযোগ তেমনই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কার্তিকপাণ্ডিকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই নন্দিনীর ভাইদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এখন কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি।
গত বছরও এমনই এক খুনের ঘটনা ঘটেছিল তামিলনাড়ুতে। কৃষ্ণগিরি-ধর্মপুরীতে হওয়া হত্যাকাণ্ডেও অভিযুক্ত ছিলেন মৃতের শ্বশুরবাড়ির লোক। অভিযোগ ছিল, জগন নামের এক ব্যক্তিকে শ্বশুরবাড়ির অনুমতি ছাড়াই বিয়ে করার ‘অপরাধে’ খুন করেছে স্ত্রীর আত্মীয়রা। মৃত যুবকের পরিবার এমনই অভিযোগ দায়ের করেছিল। চাঞ্চল্য সৃষ্টি হয় এই হত্যাকে ঘিরে। এবার সুপার মার্কেটে এমন এক ভয়ানক হত্যাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.