Advertisement
Advertisement

Breaking News

Kamal Hassan

ডিএমকে-র সঙ্গে নির্বাচনী জোট, কমল হাসানকে রাজ্যসভায় পাঠাচ্ছে স্ট্যালিনের দল?

রুপোলি পর্দার সুপারস্টার এবার আরও বৃহৎ রাজনীতির আঙিনায়!

Tamil Superstar Kamal Hassan is all set to be Rajya Sabha member after poll equation with DMK
Published by: Sucheta Sengupta
  • Posted:May 27, 2025 2:43 pm
  • Updated:May 27, 2025 2:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দার সুপারস্টার আগেই রাজনীতির ময়দানে নেমেছেন। এবার আরও বৃহত্তর আঙিনায় পা বাড়াতে চলেছেন। বলা হচ্ছে, দক্ষিণী সুপারস্টার কমল হাসানের কথা। এবার তিনি রাজ্যসভার সদস্য হতে পারেন বলে তুঙ্গে জল্পনা। আগামী ১৯ তারিখ তামিলনাড়ুতে রাজ্যসভার নির্বাচন। সেখানে ডিএমকে-র সঙ্গে নির্বাচনী জোট সমীকরণ বজায় রেখে এবং যোগ-বিয়োগের অঙ্কে সংসদের উচ্চকক্ষে কমল হাসানের আসনপ্রাপ্তি বড়সড় সম্ভাবনা। তবে ডিএমকে চাইলেই তো হবে না। কমল হাসানের নিজস্ব দল এমএনএম-এরও সম্মতি চাই। এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বুধবার।

DMK সুপ্রিমো তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে কমল হাসান। ছবি: সোশাল মিডিয়া।

২০২৪ লোকসভা নির্বাচনের সময় জাতীয় স্তরে বিরোধীদের INDIA জোট তৈরি হয়। তাতে তামিলনাডু়র শাসকদল ডিএমকে-র সঙ্গে জোটে যোগ দিয়েছিল কমল হাসানের দল মাক্কাল নিধি মইয়ামও। সেবার ডিএমকে-র প্রার্থীদের হয়ে এমএনএমের প্রেসিডেন্ট কমল হাসান প্রচারও করেন। সেই থেকে উভয়ের বন্ধুত্বপূর্ণ সমীকরণ। দর কষাকষিতে ২০২৫-এ এমএনএমের একজনকে রাজ্যসভায় পাঠানো হবে বলে ঠিক হয়। আর সেই জনপ্রতিনিধি হতে চলেছেন কমল হাসান।

২০১৮ সালে নিজের রাজনৈতিক দল মাক্কাল নিধি মইয়াম তৈরি করেন দক্ষিণী সুপারস্টার। ছবি: সোশাল মিডিয়া।

সূত্রের খবর, পিএমকে-র অন্বুমনি রামাদোসের রাজ্যসভার মেয়াদ শেষে। এছাড়া মেয়াদ শেষ হচ্ছে ডিএমকে-র চারজন – এম সম্মুগম, এম মহম্মদ আবদুল্লা, পি উইলসন। এঁদের মধ্যে কারও জায়গায় কমল হাসানের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমএনএম-এর তরফে জানানো হয়েছে, ”আমাদের কেন্দ্রীয় কমিটি এবং এক্সিকিউটিভ কমিটি কমল হাসানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবে। ডিএমকে-র সঙ্গে কথোপকথনের জন্য কয়েকজনকে বেছে নেওয়া হতে পারে। সেসবের পর রাজ্যসভার প্রার্থী নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” সবমিলিয়ে, কমল হাসানের রাজ্যসভায় যাওয়ার রাস্তা অনেকটাই মসৃণ বলে মত রাজনৈতিক মহলের বড় অংশের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement