সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ঢুকে স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে। জানা গিয়েছে, স্ত্রীকে দেখতে আসার নাম করে হাসপাতালে ঢুকেছিল ওই ব্যক্তি। তারপর সকলের চোখের সামনেই স্ত্রীকে পরপর ছুরির কোপ মেরে পালিয়ে যায় সে। এখনও পর্যন্ত অভিযুক্তের খোঁজ মেলেনি।
জানা গিয়েছে, মৃতের নাম শ্রুতি। তামিলনাড়ুর কারুর জেলার বাসিন্দা তিনি। বিশ্রুত নামে এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিনের বিবাহিত জীবন তাঁর, রয়েছে দুই সন্তানও। কিন্তু তাঁদের মধ্যে সম্প্রতি সমস্যা বেড়েছিল। শনিবার বিকেলে বাড়িতেই তুমুল ঝগড়ায় জড়িয়ে পড়েন দু’জনে। ঝগড়া থেকে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় দু’জনের বিবাদ। আহত হয়ে হাসপাতালে ভর্তি করতে হয় ২৭ বছর বয়সি শ্রুতিকে। শনিবার রাত থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
রবিবার স্ত্রীকে দেখতে যাওয়ার নাম করে হাসপাতালে ঢোকেন বিশ্রুত। সঙ্গে ছুরি নিয়ে তিনি পৌঁছে যান শ্রুতির বেডের কাছে। সেই সময়ে শ্রুতি অচৈতন্য ছিলেন বলে জানা গিয়েছে। আচমকাই সঙ্গে থাকা ছুরি দিয়ে শ্রুতিকে কোপাতে শুরু করেন বিশ্রুত। অন্তত তিনবার জোরালো আঘাত লাগে শ্রুতির দেহে। হাসপাতালে থাকা কর্মী এবং অন্যান্যরা কিছু বুঝে ওঠার আগেই শ্রুতিকে ছুরির কোপ মেরে পালিয়ে যান বিশ্রুত। হাসপাতালের কর্মী এবং অন্যান্যরা উপস্থিত থাকলেও কেউ আটকাতে পারেনি তাঁকে।
আহত অবস্থায় ছুরির জোরালো আঘাতের জেরে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় শ্রুতির। আপাতত খুনের অভিযোগ দায়ের হয়েছে বিশ্রুতের বিরুদ্ধে। বিশ্রুতকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি অভিযানও। তবে এখনও তাঁর খোঁজ মেলেনি। নৃশংস ঘটনার পরে প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা নিয়ে। দিনকয়েক আগে পাটনার হাসপাতালে ঢুকে এক রোগীকে গুলি করে খুন করা হয়। এবার তামিলনাড়ুর হাসপাতালে ঢুকে স্ত্রীকে খুন করলেন স্বামী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.