Advertisement
Advertisement
Uttar Pradesh

সন্তান লাভের আশায় তান্ত্রিকের কাছে গিয়ে ধর্ষণের শিকার! যোগীরাজ্যে করুণ পরিণতি মহিলার

অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Tantrik harasses childless woman in Uttar Pradesh on pretext of helping her conceive
Published by: Subhodeep Mullick
  • Posted:August 24, 2025 4:30 pm
  • Updated:August 24, 2025 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের বেশ কিছু বছর অতিক্রান্ত হলেও সন্তানলাভ হয়নি। তাই সন্তান সুখ পেতে এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন ওই মহিলা। কিন্তু সেটাই কাল হয়ে দাঁড়াল। সন্তানহীনা ওই মহিলাকে সন্তান ধারণে সাহায্যের নামে ধর্ষণের অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। যদিও অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আট বছর আগে নির্যাতিতার বিয়ে হয়েছিল। কিন্তু এতদিন কেটে গেলেও তিনি মা হতে পারেননি। সম্প্রতি এক তান্ত্রিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, সন্তানহীনা ওই মহিলাকে সন্তান ধারণে সাহায্যে করবেন বলে আশ্বাস দিয়েছিলেন সেই তান্ত্রিক। সেই মতো একদিন তিনি ওই মহিলাকে তাঁর বাড়িতে ডাকেন। অভিযোগ, সেখানেই তিনি তাঁকে ধর্ষণ করেন। অভিযুক্তের হাত মুক্তি পেয়ে ওই মহিলা তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হন। এরপরই শুরু হয় তদন্ত। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

পুলিশের এক আধিকারিক বলেন, “তান্ত্রিকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁর খোঁজে আমরা ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছি।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement