সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একে বিশ্বব্যাপী মন্দার বাজারে ব্যবসায়ীদের চরম উদ্বেগের মধ্যে দিন কাটাতে হচ্ছে, তার উপর বিজেপি শাসিত গুজরাট সরকারের একটি সিদ্ধান্ত তাঁদের আরও সংকটে ফেলেছে। এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে সুরাটের বস্ত্রবয়ন (টেক্সটাইলস) শিল্পের উপর। গুজরাট ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশেন (জিআইডিসি) অ-কৃষি পণ্য়ের উপর ৬ গুণ শুল্ক বৃদ্ধি করেছে।
ইতিমধ্যেই ব্যবসায়ীদের কাছে নোটিস পাঠানো হয়েছে। উদাহরণ স্বরূপ, এর ফলে যে ব্যবসায়ীরা ২০২৪-২৫ আর্থিক বছরে এসজিএসটি ও সিজিএসটি সহ মোট ১,০১৭ টাকা কর দিয়েছিল, এবার ২০২৫-২৬ অর্থিক বছরে সেখানে তাঁদের ৬ হাজার ৭২৪ টাকা কর দিতে হবে। ‘ডবল ইঞ্জিন’ সরকারের রাজ্যে শিল্প-বিরোধী সিদ্ধান্তে তোপ দেগেছে বিরোধীরা। মনে করা হচ্ছে, এর ফলে ব্যবসায়ীরা তাঁদের আর্থিক চাপ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটবেন। ফলে নতুন করে যেখানে কর্মসংস্থান হচ্ছে না, সেই জায়গায় নতুন করে বেকার সৃষ্টি হবে।
প্রসঙ্গত, সচিন জিআইডিসি-র আওতায় কেবল বস্ত্রবয়ন শিল্প নয়, ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, প্রক্রিয়াকরণ -সহ বিভিন্ন ধরনের উৎপাদন ক্ষেত্র রয়েছে। সুরাট টেক্সটাইলস নেটওয়ার্কিংয়ের খবর অনুযায়ী, রাজ্য সরকারের এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। সচিন ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ সোসাইটির এক সদস্য, মহেন্দ্র রামোলিয়া জিআইডিসির এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে চিঠি লিখে এই নতুন শুল্ক বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.