Advertisement
Advertisement
Indian Railway

বদলে যাচ্ছে তৎকাল টিকিট কাটার সময়! কী বলছে রেল?

১৫ এপ্রিল থেকে নিয়ম বদলে যাচ্ছে বলে খবর ছড়িয়েছিল।

Tatkal ticket booking time is changing! What is the Railways saying?

প্রতীকী চিত্র

Published by: Suhrid Das
  • Posted:April 12, 2025 8:51 pm
  • Updated:April 12, 2025 8:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দূরপাল্লার ট্রেনে তৎকাল টিকিট বুকিং করার সময়সীমা বদলে যাচ্ছে? আগামী ১৫ এপ্রিল থেকে সেই সময়সীমা বদলে যাচ্ছে? এই খবর নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছিল। বহু মানুষ তৎকাল প্রক্রিয়ায় টিকিট কাটেন শেষ সময়ে। কাজেই কীভাবে টিকিট কাটা যাবে? সেই প্রশ্ন উঠেছিল। সেই বিষয়েই এবার বার্তা দিল ভারতীয় রেল। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরো বিষয়টিই ভুয়ো বলে রেলের তরফে জানানো হয়েছে।

Advertisement

ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজ়ম কর্পোরেশন (আইআরসিটিসি) এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। জানানো হয়েছে, বেশ কয়েক দিন ধরেই সমাজমাধ্যম ও একাধিক ডিজিটাল প্ল্যাটফর্মে তৎকাল প্রক্রিয়ায় টিকিট বুকিং নিয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এসি ও নন-এসি কোচের আসন সংরক্ষণের তৎকাল প্রক্রিয়ায় টিকিট কাটার সময় বদলে যাচ্ছে। ১৫ এপ্রিল থেকে এই নিয়ম বদলে যাচ্ছে। নতুন নিয়ম আসছে। কিন্তু এই বিষয়টি সঠিক নয়। এই বার্তায় যাত্রীদের মধ্যে ভুল বার্তা যাচ্ছে। বিভ্রান্তি তৈরি হচ্ছে। এমন কোনও নির্দেশিকাই তৈরি হয়নি বলে রেলের তরফে জানানো হয়েছে। আইআরসিটিসি আরও জানিয়েছে, টিকিট বুকিংয়ের কোনও সময়ই বদল করা হয়নি। প্রিমিয়াম তৎকাল ও তৎকাল, দুই ক্ষেত্রেই টিকিট কাটার সময় ও নিয়ম অপরিবর্তিত থাকছে। পুরনো নিয়মেই টিকিট কাটতে পারবেন যাত্রীরা।

আইআরটিসি-র নিয়ম অনুসারে, বিশেষ কিছু ট্রেনের ক্ষেত্রে প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়ার আগের দিন তৎকাল প্রক্রিয়ায় যাত্রীরা টিকিট বুক করতে পারেন। শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতীয়, তৃতীয় শ্রেণির টিকিট ওই দিন বেলা ১০টায় কাটা যায়। নন এসির স্লিপার, এফসি ও ২এস কামরার আসনের জন্য বেলা ১১টায় টিকিট বুক করা যায়। কোনও বিভ্রান্তিই থাকছে না। সেই কথা আইআরসিটিসি-র তরফ থেকে জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ