Advertisement
Advertisement
Partha Chatterjee

ইডির পর সিবিআই মামলাতেও পার্থকে জামিনের নির্দেশ সুপ্রিম কোর্টের, জেলমুক্তি কবে?

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

Teacher Recruitment Scam: Supreme Court grants bail to Partha Chatterjee in CBI case

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:August 18, 2025 11:19 am
  • Updated:August 18, 2025 1:33 pm   

সোমনাথ রায়, নয়াদিল্লি: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় স্বস্তি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। এবার সিবিআই মামলাতেও তাঁকে জামিনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর আগে ইডির মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু একাধিক মামলা থাকায় জেলমুক্তি হয়নি। এখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সোমবার সুপ্রিম কোর্ট সিবিআই মামলায় তাঁকে জামিন দেওয়ার জেলমুক্তির আশা বাড়ল। যদিও আইনজীবীদের একাংশের মত, ইডি-সিবিআইয়ের বিশেশ মামলায় জামিন মিললেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত বেশ কিছু মামলা রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। তাই খুব দ্রুত জেলমুক্তি নাও হতে পারে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সাল থেকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

Advertisement

জানা গিয়েছে সোমবার সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়ের মামলাটি উঠেছিল। তাঁর আইনজীবী জানান, ইডি যে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল, সেই সমস্ত শর্ত তিনি মেনেছেন। এবার তাঁকে সিবিআই মামলাতেও জামিনে দেওয়া হোক। যদিও সিবিআই জামিনের বিরোধিতা করেছিল। কিন্তু তিনবছর হয়ে গেলেও শিক্ষক নিয়োগ মামলার তদন্ত নতুন কোনও সূত্র উঠে আসেনি বলে দাবি করেন পার্থর আইনজীবী। দু’পক্ষের সওয়াল-জবাবের পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায় ও সুবীরেশ ভট্টাচার্যর জামিন মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।

আইনজীবীদের একাংশের মত, ইডি ও সিবিআই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেলেও এখনই জেলমুক্তি নাও হতে পারে। কারণ, তাঁর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতেও বেশ কয়েকটি মামলা রয়েছে। যদিও আরেকাংশের মত, ইডি ও সিবিআইয়ের শর্ত মেনে জামিন হওয়া বেশ ইতিবাচক। বাকি মামলাগুলিতেও সহজে জামিন মিলবে বলে আশা পার্থর ঘনিষ্ঠ মহলের। ফলে জেলমুক্তি আর বেশি দূরে নয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ