সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্কিং নিয়ে বচসার জের। শিক্ষককে ইট দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। সামান্য বিবাদে এমন ভয়ংকর পরিণতির সাক্ষী বারাণসী। অভিযুক্ত তিনজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।
বারাণসী পুলিশ জানিয়েছে, নিহত ওই শিক্ষকের নাম প্রবীণ ঝাঁ। তিনি বারাণসীর একটি স্কুলে শিক্ষকতা করতেন। বৃহস্পতিবার রাতে পার্কিংকে কেন্দ্র করে এক যুবকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তিনি। মুহূর্তেই বিবাদ চূড়ান্ত আকার নেয়। অভিযোগ, অভিযুক্ত যুবক আদর্শ সিং ও তার দুই সঙ্গী ৪৮ বছর বয়সি প্রবীণকে ইট ও লোহার রড দিয়ে আক্রমণ করে। রাগের চোটে অভিযুক্তরা ইট দিয়ে ওই শিক্ষকের মুখ থেঁতলে দেয় বলেও অভিযোগ। বিশেষ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত আদর্শ সিংয়ের দুই সঙ্গীর মধ্যে একজন পাটনা বিশ্ববিদ্যালয়ের ডিনের ছেলে।
গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে। আদর্শ সিং-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারাণসীর মতো তীর্থক্ষেত্রে শিক্ষককে নির্মমভাবে খুনের ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারা শহর জুড়ে অসংখ্য সিসি ক্যামেরা রয়েছে। পুলিশ তাতে নিয়মিত নজরদারি করে। সিসিটিভি রয়েছে ওই ঘটনাস্থলেও। ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে পুলিশ। পুরনো কোনও বিবাদ নাকি শুধুমাত্র পার্কিং নিয়ে বচসার জেরে এমন মর্মান্তিক ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.