Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানে স্কুলবাড়ির দুর্ঘটনার আঁচ পেয়েছিল পড়ুয়ারা, পাত্তা দেননি শিক্ষকরা! বরখাস্ত ৫

উলটে ওই শিক্ষকরা নাকি বকাবকিও করেন পড়ুয়াদের।

Teachers ignored children's warnings about falling pebbles in Rajasthan
Published by: Biswadip Dey
  • Posted:July 25, 2025 9:02 pm
  • Updated:July 25, 2025 9:02 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে রাজস্থানে। স্কুলবাড়ির ছাদ ভেঙে তার তলায় চাপা পড়ে যায় বহু পড়ুয়া। অন্তত ৭ জনের মৃত্যুর কথা জানা গিয়েছে। আহত বহু। এই পরিস্থিতিতে এবার জানা গিয়েছে, রাজস্থানের ঝালাওয়ারের ওই স্কুলে দুর্ঘটনার আগেই আঁচ পেয়েছিল পড়ুয়ারা। কিন্তু উলটে তাদের কথায় কান না দিয়ে ফিরিয়ে দেন শিক্ষকরা। তাদের বকাবকিও করা হয়।

Advertisement

দুর্ঘটনায় বেঁচে ফেরা অষ্টম শ্রেণির এক পড়ুয়া জানিয়েছে, ”ছাদ থেকে ছোট ছোট চাঙড় খসে পড়ছিল। কিন্তু পড়ুয়ারা গিয়ে শিক্ষকদের বলতে তাঁরা উলটে ধমক দেন। সেই সময় তাঁরা প্রাতঃরাশ সারছিল। যদি পড়ুয়াদের তখন বের করে নেওয়া হত তাহলে দুর্ঘটনায় কোনও প্রাণহানি হত না।”

ইতিমধ্যেই পাঁচজন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। শিক্ষা দপ্তরের তরফে দ্রুত ওই শিক্ষকদের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। এদিকে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘রাজস্থানের ঝালাওয়ারের একটি স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সঙ্গে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে।’

গত কয়েক দিন ধরেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে রাজস্থানের ঝালাওয়ারে। শুক্রবার সকালে টানা বৃষ্টির জেরেই ঝালাওয়ারে পিপলোদি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সেসময় প্রায় ৬০-৭০ জন পড়ুয়া ছিল স্কুলে। চলছিল ক্লাস। আচমকা ছাদ ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে চারজন পড়ুয়ার মৃত্যু হয়। বেশ কয়েকজন আহত হয়। পরে জানা যায়, মৃতের সংখ্যা বেড়ে ৭ হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ