Advertisement
Advertisement
Pakistan Girl and Boy

ভিসা বাতিলে মা-সন্তানের বিচ্ছেদ! ‘মাকে ছাড়া বাঁচব না’, কাঁদতে কাঁদতে পাকিস্তানে ফিরল দুই শিশু

ভারতীয় নাগরিক মা'কে ছাড়াই পাকিস্তানে ফিরল দুই শিশু।

Teary-eyed Pakistan girl and boy leaves Indian mother behind amid expulsion
Published by: Kishore Ghosh
  • Posted:April 27, 2025 5:09 pm
  • Updated:April 27, 2025 8:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশের ‘লড়াই’ আলাদা করে দিল মা ও সন্তানকেও! পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে সাত দফায় ‘প্রত্যাঘাত’ করেছে ভারত। তার মধ্যে অন্যতম পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত। বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, পাকিস্তানিদের দেওয়া ভারতের ভিসা ২৭ এপ্রিল থেকে বাতিল বলে ধার্য হবে। এই ঘোষণার পরেই তড়িঘড়ি ভারত ছাড়তে শুরু করেছেন ভিসা নিয়ে এদেশে আসা পাকিস্তানিরা। একই কারণে ভারতীয় নাগরিক মাকে দিল্লিতে রেখে অশ্রুসজল চোখে পাকিস্তানে ফিরে যেতে বাধ্য হল দুই শিশু।

Advertisement

দিল্লিতে মামাবাড়ি রয়েছে ১১ বছরের জৈনব এবং ৮ বছরের জানিশের। মাস খানেক আগে অসুস্থ দিদাকে দেখতে মায়ের সঙ্গে সেখানে এসেছিল পাকিস্তানের নাগরিক দাদা (জৈনব) ও বোন (জানিশ)। জৈনব ও জানিশের মা ভারতীয় নাগরিক। এখানেই হয়েছে গোলমাল। একদিকে যেমন পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা হয়েছে, অন্যদিকে বর্তমান পরিস্থিতিতে ভারতের কাউকে পাকিস্তানে যেতে নিষেধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এমনকী ভারতের যে সব নাগরিক ও দেশে রয়েছেন, তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মাকে মামাবাড়িতে রেখেই ফিরতে হচ্ছে ভাই-বোনকে।

কান্নায় ডুকরে উঠছে জানিশ—“আমি মাকে ছাড়া বাঁচতে পারব না।” জৈনবের জানায়—“মাকে ছেড়ে থাকা খুব কঠিন। আমার বুক ভেঙে যাচ্ছে!” মাত্র এগারো বছর বয়স হলেও সব জানে জৈনব। সে বলে, “আমি দিল্লিতে নানির সঙ্গে দেখা করতে এসেছিলাম। এখন আমরা মাকে ছাড়াই ফিরে যাচ্ছি। কারণ মা’র কাছে ভারতীয় পাসপোর্ট আছে আর আমরা পাকিস্তানি।”

গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এক স্থানীয়-সহ ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এই ঘটনার জন্যই যে মায়ের সঙ্গে বেদনার বিচ্ছেদ হচ্ছে তাদের, সেকথা জানা জৈনব ও জানিশের। পহেলগাঁওয়ে যারা নিরীহ মানুষদের গুলি করে মেরেছে, সেই জঙ্গিদের শাস্তি চেয়েছে তারা। পাশাপাশি অশ্রুসজল চোখে দুই নাবলকের কাতর অনুরোধ, তাদের মাকে তাদের কাছে পাকিস্তানে যেতে দেওয়া হোক। যুদ্ধের দামামা ডিঙিয়ে এই আবেদন কি পৌঁছাবে দুই রাষ্ট্রের শীর্ষকর্তাদের কানে?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ