Advertisement
Advertisement
Tejashwi Yadav

‘নীতীশের কোনও ক্ষমতা নেই, জেডিইউকে নিয়ন্ত্রণ করছে বিজেপির কেনা তিন নেতা’, বিস্ফোরক তেজস্বী

বিহারের রাজনীতিতে নীতীশ কুমার কি এখন শুধুই ‘ছায়ামানব’?

Tejashwi Yadav alleges 3 Top Leaders 'Bought by BJP Now Control JDU
Published by: Subhajit Mandal
  • Posted:October 15, 2025 8:02 pm
  • Updated:October 15, 2025 9:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে নীতীশ কুমার কি এখন শুধুই ‘ছায়ামানব’? জল্পনা বেশ কিছুদিনের। এবার সেই জল্পনা আরও খানিকটা উসকে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। তিনি বলছেন, নীতীশ কুমার এখন ছায়ামাত্র। তাঁর হাতে কোনও ক্ষমতা নেই। তাঁর দল এখন চালাচ্ছেন জেডিইউয়ের অন্য তিন উচ্চবর্ণের নেতা। যাঁদের বিজেপি কিনে নিয়েছে।

Advertisement

আসলে বিহারে বেশ কিছুদিন ধরেই জল্পনা নীতীশ কুমার অসুস্থ হওয়ায় অনেক সিদ্ধান্তই তিনি নিজে নিচ্ছেন না। বা সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে তিনি নেই। বিশেষ করে প্রার্থী নির্ধারণে অনেক ক্ষেত্রে চূড়ান্ত সিলমোহর দিচ্ছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী, বা আমলারা। সরকারের কাজও চলছে আমলাদের উপর ভর করেই। তেজস্বীর অভিযোগ, যারা নীতীশকে সামনে রেখে জেডিইউ চালাচ্ছে তারা সকলেই বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে।

বিহারের বিরোধী দলনেতার নিশানায় জেডিইউয়ের তিন শীর্ষ নেতা। কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং, রাজ্যের মন্ত্রী বিজয় চৌধুরী এবং রাজ্যসভার সদস্য সঞ্জয় ঝা। এদের মধ্যে লালন সিং ভূমিহার, সঞ্জয় ঝা ব্রাহ্মণ‌ এবং বিজয় চৌধুরী রাজপুত। তেজস্বীর অভিযোগ, নীতীশ কুমার নিজে কুরমি। বিহারে অতি পিছড়ে ইবিসিদের প্রতিনিধিত্ব করেন। অথচ তাঁর দল চালাচ্ছে তিন উচ্চবর্ণের নেতা। বিহারের বিরোধী দলনেতা বলছেন,”নীতীশ কুমার জেডিইউ চালাচ্ছেন না। জেডিইউ চালাচ্ছেন সঞ্জয় ঝা, লালন সিং, বিজয় চৌধুরী।” তেজস্বীর সাফ কথা, “জেডিইউ আর নীতীশের নেই। বিজেপির কাছে বিক্রি হয়ে যাওয়া এই তিন নেতাই দল চালাচ্ছেন। এঁরা নীতীশ কুমারকে বরবাদ করে দিয়েছেন। সেকারণেই প্রথমবার জেডিইউ বিহারে বিজেপির সিনিয়র শরিকের তকমাও হারিয়েছে।”

বস্তুত, তেজস্বী এদিন বোঝাতে চেয়েছেন নীতীশ কুমার দুর্বল হয়ে পড়েছেন। দল চলে যাচ্ছে বিজেপির নিয়ন্ত্রণে। যাতে নীতীশের নিজস্ব ভোটব্যাঙ্কে থাবা বসানো যায়। জেডিইউ অবশ্য বরাবরই দাবি জানিয়ে আসছে, নীতীশ সুস্থ ও স্বাভাবিক। দল ও সরকারের নিয়ন্ত্রণ তাঁর হাতেই রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ