সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে জলঘোলা চলছিল অনেকদিন ধরেই। সেই জল্পনার মাঝেই এবার মুখ্যমন্ত্রীর অদ্ভুত আচরণের এক ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে তাঁর ‘মানসিক সুস্থতা’ নিয়ে প্রশ্ন তুললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিহারের বিরোধী দলনেতার প্রশ্ন, ‘উনি কি মানসিকভাবে সুস্থ? নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় আদৌ কি রয়েছেন উনি?’
সম্প্রতি এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন তেজস্বী। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে এক ভারচুয়াল অনুষ্ঠানে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই অনুষ্ঠানেই হাত জোড় করে প্রণাম করছেন মুখ্যমন্ত্রী, থেকে থেকে এদিক ওদিক তাকাচ্ছেন। ফের প্রণাম করছেন। তাঁর আচরণ কিছুটা অস্বাভাবিক। গেরুয়া উত্তরীয় পরে এক ব্যক্তি তাঁর পাশে বসে কিছু একটা পাঠ করছেন। মুখ্যমন্ত্রী অবশ্য প্রণামে ব্যস্ত। জানা যাচ্ছে, এই ভিডিও কৌশল দীক্ষান্ত সমারোহ ২০২৫-এর। যেখানে প্রধানমন্ত্রীর তরফে পড়ুয়াদের সংবর্ধনা ও কৃতি ছাত্রদের শংসাপত্র দেওয়া হচ্ছিল। সেখানে মুখ্যমন্ত্রীর এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন তেজস্বী।
एक प्रदेश के मुख्यमंत्री को इस दयनीय स्थिति में देख आपको कैसा लग रहा है? क्या अजीब हरकते करते मा॰ मुख्यमंत्री जी आपको मानसिक रूप से स्वस्थ दिखाई दे रहे है?
क्या साजिशन इनकी ऐसी हालत बीजेपी के इशारे पर इनकी ख़ास भूंजा पार्टी ने प्रसाद या अन्य खाद्य पदार्थ खिलाने के बहाने की है?…
— Tejashwi Yadav (@yadavtejashwi)
এক্স হ্যান্ডেলে সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন করুণ অবস্থায় দেখে আপনাদের কেমন লাগছে? তাঁকে কি আপনাদের মানসিকভাবে সুস্থ বলে মনে হচ্ছে?’ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর এমন আচরণের নেপথ্যে ষড়যন্ত্র থাকতে পারে বলে ইঙ্গিত করেছেন তেজস্বী। লিখেছেন, ‘এটা কি কোনও ষড়যন্ত্র? ওদের জোটসঙ্গী ধান্ধাবাজ বিজেপি কী কোনওরকম লোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীকে এই ধরনের অবস্থার মধ্যে ফেলেছে? বিহারের মানুষের কি এই ঘটনার নেপথ্য সত্য জানার অধিকারী নন?’
উল্লেখ্য, বিহার বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে নীতীশ কুমারের আচরণ তাঁর স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এরইমাঝে তেজস্বীর এই ভিডিও সেই বিতর্ককে আরও বেশি করে উসকে দিয়েছে। পাশাপাশি বিহারে আসন্ন নির্বাচন প্রসঙ্গে সর্বদল বৈঠকের পর তিনি বলেন, “আমাদের দলের প্রতিনিধিরা গিয়ে তাদের মতামত তুলে ধরেছেন। আমরা আশা করি এবার বিহার নির্বাচন সুষ্ঠু হবে। কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নির্বাচন করা উচিত নয়। গণতন্ত্রে, জনগণই মালিক। নির্বাচন একটি ভালো পরিবেশে অনুষ্ঠিত হোক, জনগণ সেটাই চায়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.