Advertisement
Advertisement
Tejashwi Yadav

বিহারের উপমুখ্যমন্ত্রীর নাম ভোটার তালিকার দু’জায়গায়! FIR দায়েরের দাবি তেজস্বীর

লখিসরাই এবং বাঁকিপুর, দুই কেন্দ্রেই তাঁর নাম রয়েছে বলে দাবি।

Tejashwi Yadav says Bihar deputy chief minister has 2 voter IDs
Published by: Biswadip Dey
  • Posted:August 10, 2025 2:16 pm
  • Updated:August 10, 2025 2:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারে ভোটার তালিকায় নাম সংযোজন ও বিয়োজন নিয়ে কাটাছেঁড়া চলছে। এর মধ্যেই বিস্ফোরক অভিযোগ আরজেডি নেতা তেজস্বী যাদবের। তাঁর দাবি, রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা বিজয়কুমার সিনহার নাম ভোটার তালিকায় দু’জায়গায়। পাটনার লখিসরাই এবং বাঁকিপুর, দুই কেন্দ্রেই তাঁর নাম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রশ্ন তুলেছেন, কবে এফআইআর দায়ের হবে বিজয়ের বিরুদ্ধে?

Advertisement

রবিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব দাবি করেন বিজয়ের ইপিআইসি নম্বর দু’টি। তাঁর কথায়, ”এই দু’টি নম্বর দু’টি আলাদা বিধানসভা কেন্দ্রের। এবং দুই কার্ডে আলাদা আলাদা বয়সও লেখা রয়েছে। বাঁকিপুরে তাঁর বয়স ৬০। আবার লখিসরাইয়ে ৫৭। সুতরাং হয় তিনি হয় তিনি এই দুটি ইপিআইসি নম্বর ইস্যু করার জন্য নথিতে স্বাক্ষর করেছেন, নয়তো পুরো বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াটিই আসলে ধাপ্পাবাজি।” তাঁর দাবি, বিজয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হোক।

তেজস্বীর অভিযোগ প্রকাশ্যে আসার পরই বিজয়ও মুখ খুলেছেন। অভিযোগ মেনে নিয়েও তাঁর যুক্তি, ”আমি ইতিমধ্যেই আমার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্মও ফিলআপ করেছি। লখিসরাইয়ের ভোটার তালিকায় আমার নাম ছিল।” সেই সঙ্গেই বিজেপি নেতার দাবি, বাঁকিপুরের ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ দিতে চান তিনি। কেননা, দুই জায়গাতেই তাঁর নাম রয়েছে।

গত ১ আগস্ট বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়। কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, ওই খসড়া তালিকা নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে, তা কমিশনকে জানানো যাবে। খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। কমিশন ইতিমধ্যে জানিয়েছে, মৃত, স্থায়ী ভাবে অন্যত্র চলে যাওয়া ব্যক্তিদের এবং একাধিক ঠিকানার ভোটার তালিকায় থাকা ব্যক্তিদের নাম খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিস্থিতিতেই নতুন করে বিতর্ক ঘনাল তেজস্বীর মন্তব্যকে কেন্দ্র করে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ