Advertisement
Advertisement
Tejaswi Yadav

ভোটে জিতলে পরিবার পিছু সরকারি চাকরি! বিহার নির্বাচনের আগে বড় ঘোষণা তেজস্বীর

তেজস্বীর দাবি জেডিইউ এবং জোটসঙ্গী বিজেপি কাউকে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না।

Tejaswi Yadav promise 1 government jod per house in bihar

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 9, 2025 5:05 pm
  • Updated:October 9, 2025 7:29 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। লড়াইয়ের ময়দানে একে একে নামে পড়ছে সব দল। এর মাঝেই আসন রফা করতে না পারলেও প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসেছে আরজেডি। বিহারের সব বাড়িতে একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তেজস্বী। তাঁর দাবি ঝড় তুলেছে বিহারের রাজনৈতিক মহলে। 

Advertisement

বিহারের হাই ভোল্টেজ নির্বাচনের আগে আরজেডি নেতা তেজস্বী যাদব সাংবাদিকদের জানিয়েছেন, বিহারে বিরোধী জোট ‘মহাগটবন্ধন’ ক্ষমতায় এলে, সরকার গঠনের ২০ দিনের মধ্যে রাজ্যের সব পরিবারের অন্তত একজন সরকারি চাকরি পাবেন। তেজস্বীর দাবি, বিহারের কোনও বাড়ি এমন থাকবে না যেখানে চাকরি নেই।

বৃহস্পতিবার, পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী বলেন, “আমরা আজ এক ঐতিহাসিক ঘোষণা করছি। অএনেকি জানতে চেয়েছেন আমরা কীভাবে বিহারকে এগিয়ে নিয়ে যাবো। গত ২০ বছরে এই সরকার একবারও এটা বোঝেনি বিহারের সবথেকে বড় সমস্যা বেকারত্ব।” তাঁর দাবি শাসক জেডিইউ এবং তার জোটসঙ্গি বিজেপি কাউকে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে না। উল্টে বেকার ভাতা দেওয়ার কথা বলছে।

তেজস্বীর দাবি, সরকার গঠনের ২০ দিনের মধ্যে আইন করে এই কাজ শুরু করা হবে এবং ২০ মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হবে।

নির্বাচনের প্রাক্কালে সব রাজনৈতিক দল প্রতিশ্রুতির পসরা সাজিয়ে বসে। যদিও সেই প্রতিশ্রুতি সবসময় পূর্ণ হয় তা নয়। সেই কথা মাথায় রেখেই তেজস্বীর দাবি, তিনি কোনও ফাঁকা আওয়াজ দিচ্ছেন না। তথ্যের উপর ভিত্তি করেই তিনি এই দাবি করছেন।

সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ সাংবাদিক বৈঠক করে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, বিহারে বিধানসভা নির্বাচন শুরু হবে ৬ নভেম্বর থেকে। দু’দফায় নির্বাচন শেষ হবে ১১ নভেম্বর। ফল ঘোষণা ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর। নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পাশাপাশি বিহারে গত কয়েক মাস ধরে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের ভূয়সী প্রশংসা করেন কমিশনার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ