বাস্তুদোষে দুষ্ট মুখ্যমন্ত্রীর সেই দপ্তর।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘বাস্তুদোষ’ রয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। এমনই অভিযোগে নিজের সচিবালয়মুখো হচ্ছেন না খোদ মুখ্যমন্ত্রী। ৬৫০ কোটি টাকায় নির্মিত বিশাল ৭ তলা ভবন কার্যত খাঁ খাঁ করছে। এদিকে মুখ্যমন্ত্রী রাজ্যভার সামলাচ্ছেন পুলিশ কমান্ড সেন্টার থেকে। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন ঘটনা শুনতে অবাক লাগলেও ঠিক এটাই ঘটেছে দক্ষিণের কংগ্রেস শাসিত রাজ্য তেলেঙ্গানায়। ঘটনা সামনে আসার পর শুরু হয়েছে বিতর্ক।
সংবাদমাধ্যম দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, সরকারিভাবে এবিষয়ে কেউ মুখ না খুললেও কংগ্রেস সূত্রের খবর, ওই ভবনের বাস্তু শুরুতে ঠিকঠাকই ছিল। তবে গত বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ভবনের একাধিক বিষয় রদবদল করেন তৎকালীন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। পূর্বে এই ভবনের মূল প্রবেশদ্বার ছিল পূর্বমুখী। কিন্তু সেটা বন্ধ করে দরজা দক্ষিণ-পূর্বে করা হয়। কেসিআর মুখ্যমন্ত্রী থাকাকালীন পূর্ব দিকেই দরজা ছিল। দায়িত্ব ছাড়ার কয়েকমাস আগে তিনি সব বদলে দেন। বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, ওই ভবনে প্রবেশের পর থেকেই নানা ধরনের সমস্যার মুখে পড়েছেন। এরপর জ্যোতিষী ডেকে ভবন খতিয়ে দেখার পর ধরা পড়ে বাস্তুদোষ। তবে সমস্যা সমাধানের বদলে তিনি এখানে আসাই বন্ধ করে দেন। তবে কোনও বিশেষ অতিথির আগমনে এখানে আসেন তিনি। কাজকর্ম সবই চলছে পুলিশ দপ্তর থেকে।
উল্লেখ্য, খারাপ অগ্নিনির্বাপণ ব্যবস্থার অজুহাত দিয়ে করোনাকালে টিআরএস (বর্তমান বিআরএস) মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও পুরনো সচিবালয় ভেঙে এই ভবন নির্মাণ করেন। যা নির্মাণ করতে খরচ পড়ে ৬৫০ কোটি টাকা। পরে জানা যায়, বাস্তু সমস্যার কারণে পুরনো ভবন ভেঙে নয়া ভবন গঠন করা হয়েছে। ২০২৩ সালের ৩০ এপ্রিল নির্মিত হয় এই ভবন। এরপর ডিসেম্বর মাসে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হারতে হয় তাঁকে। নয়া মুখ্যমন্ত্রী হন রেবন্ত রেড্ডি। তবে বিদায়ের আগে চন্দ্রশেখর রাও অবশ্য এই ভবনে বেশ কিছু রদবদল করেন বলে অভিযোগ। তাতেই ধরা পড়ল বাস্তুদোষ।
নাম না প্রকাশের শর্তে মুখ্যমন্ত্রী রেড্ডির এক ঘনিষ্ঠ জানান, শুরুতে মুখ্যমন্ত্রী এই ভবনে আসার পর এখানে হওয়া গোপন বৈঠকের একাধিক তথ্য বাইরে ফাঁস হয়ে যায়। চলতে বছরের শুরুতে মুখ্যমন্ত্রী জানতে পারেন তাঁর ফোনে আড়ি পাতা হচ্ছে। এছাড়াও বেশকিছু ব্যক্তিগত সমস্যায় জর্জরিত হয়ে শেষে এই সচিবালয় ছাড়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। যার জেরে বর্তমানে পুলিশভবন থেকে রাজ্য সামলাচ্ছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.