Advertisement
Advertisement
Telangana High Court

হায়দরাবাদে জোড়া বিস্ফোরণকাণ্ডে পাঁচ দোষীর ফাঁসি! রায় তেলেঙ্গানা হাই কোর্টের

জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন, আহত হয়েছিলেন ১৩১ জন।

Telangana High Court upholds death penalty to convicts in 2013 Hyderabad twin blasts
Published by: Kishore Ghosh
  • Posted:April 8, 2025 3:43 pm
  • Updated:April 8, 2025 4:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হায়দরাবাদে ২০১৩ সালের জোড়া বিস্ফোরণকাণ্ডে দোষী পাঁচজনকে মৃত্যুদণ্ড দিল তেলেঙ্গানা হাই কোর্ট। জোড়া বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন, আহত হয়েছিলেন ১৩১ জন। এই মামলায় এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কোর্ট দোষীদের ফাঁসির সাজা দিয়েছিল। উচ্চ আদালত সেই সাজা বহাল রাখল।

Advertisement

এনআইএ-র তদন্তে জানা গিয়েছিল, দোষী পাঁচ জন নিষিদ্ধ সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর সদস্য। ২০১৩ সালের ২১ ফেব্রুয়ারি হায়দরাবাদের দিলসুখনগরে বাস স্ট্যান্ড এবং বিখ্যাত একটি খাবারের দোকানের কাছে কয়েক সেকেন্ডের ব্যবধানে জোড়া বিস্ফোরণ ঘটায় তারা। জনবহুল এলাকায় বিস্ফোরণের কারণে অনেক মানুষ হতাহত হন। এই ঘটনায় একে একে গ্রেপ্তার করা হয় আইএম সদস্য মহম্মদ আহমেদ সিদিবাপা ওরফে ইয়াসিন ভাটকল, জিয়া-উর-রহমান ওরফে ওয়াকাস, আসাদুল্লা আখতার ওরফে হাড্ডি, তেহসিন আখতার, আইজাজ শেখ।

২০১৬ সালের ডিসেম্বর মাসে এই পাঁচ জনকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় এনআইএ আদালত। এরপর দোষীরা তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। যদিও উচ্চ আদালতের পর্যবেক্ষণ, এই বিস্ফোরণ ঘটানোর কাজ ‘বিরলের মধ্যে বিরলতম’। দোষীদের বিরুদ্ধে পোক্ত প্রমাণও মিলেছে। তাই দোষীদের সর্বোচ্চ সাজাই হওয়া উচিত। পাঁচ জনের ফাঁসির সাজাই বহাল রাখে হাই কোর্ট। যদিও এখনও সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারবেন ওই পাঁচ জন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ