সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিরদিন কাহারও সমান নাহি যায়…! যে কে কবিতার জন্য তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো কালিমালিপ্ত হতে হয়েছিল কে চন্দ্রশেখর রাও-কে। সেই কবিতাকেই এবার তিনি নিজের হাতে দল থেকে সাসপেন্ড করে দিলেন। মঙ্গলবার তেলেঙ্গানার প্রধান বিরোধী দল ভারত রাষ্ট্র সমিতির তরফে জানানো হল, দলবিরোধী কার্যকলাপের জন্য মেয়ে কে কবিতাকে সাসপেন্ড করেছেন দলের সুপ্রিম কেসিআর।
মঙ্গলবার ভারত রাষ্ট্র সমিতির পক্ষ থেকে সোশাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হল, “দলবিরোধী কার্যকলাপের জন্য এমএলসি কবিতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন কেসিআর। এই মুহূর্ত থেকে এই সাসপেনশন কার্যকর হবে।” কবিতার সাসপেনশনের অর্থ ভারত রাষ্ট্র সমিতিতে কেসিআরের ছেলে কেটিআরের একাধিপত্য প্রতিষ্ঠিত হল।
কেন দল থেকে তাড়ানো হল কবিতাকে? এর নেপথ্যে রয়েছে ভাই-বোনের দ্বন্দ্ব। বছর দুই আগে তেলেঙ্গানায় কংগ্রেসের কাছে পরাস্ত হয় বিআরএস। তারপর থেকেই কার্যত অন্তরালে কেসিআর। এদিকে রাজ্যে ক্ষমতা হারানোর পর ভাঙন শুরু হয় দলেও। কেসিআরের সক্রিয়তার অভাবে দলের ভার বকলমে চলে যায় তাঁর ছেলে কেটি রামা রাওয়ের হাতে। দলে ভাইয়ের এই উথানে অসন্তুষ্ট কবিতা লাগাতার ভাই এবং দলের অন্য নেতাদের টার্গেট করছিলেন।
কিছুদিন আগে কবিতা দাবি করেন, “বিআরএস-কে বিজেপির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমি যখন জেলে ছিলাম আমার কাছে বিআরএসকে বিজেপির সঙ্গে মিলয়ে দেওয়ার প্রস্তাব আসে। আমি না বলেছিলাম। কিন্তু আমি জানতে চাই, দলে কারা আছে যারা বিজেপির হাতে বিআরএসকে তুলে দেওয়ার চেষ্টা করছে?” কেসিআর ঘনিষ্ঠ বহু নেতা যে তাঁর নাম ভাঙিয়ে দুর্নীতি করে চলেছেন সেটাও প্রকাশ্যে একাধিকবার দাবি করেন তেলেঙ্গানার এমএলসি। সম্ভবত সেকারণেই ক্ষুব্ধ কেটিআর এবং কেসিআরের ঘনিষ্ঠ মহিল। তাঁদের চাপেই শেষমেশ মেয়েকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী। বাবার দল থেকে বহিষ্কৃত কবিতা আগামী দিনে কোন পথে যান সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.