Advertisement
Advertisement
Telangana

‘তুমি কি আমার ভাগ্য এভাবেই লিখেছ?’, ভগবানকে চিঠি লিখেই ‘আত্মঘাতী’ তেলেঙ্গানার যুবক

বাঁচার লড়াই করতে করতে ক্লান্ত হয়েই এমন সিদ্ধান্ত বলেও লিখেছেন তিনি।

Telangana man dies asks God 'why fate was written this way' in note
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 8, 2025 9:09 am
  • Updated:July 8, 2025 2:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভগবান শিবের উদ্দেশে আবেগী চিঠি লিখে আত্মঘাতী হলেন এক যুবক! ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজন্না সিরকিল্লা জেলার ভেমুলাওয়াদার এলাকায়। মৃতের নাম দীতি রোহিত। বয়স ২৫ বছর। এমএসসি শেষ করার পর বর্তমানে বি.এড করছিলেন তিনি।

Advertisement

রোহিতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত ছেলে। কিন্তু একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়। এরই মধ্যে এমএসসি শেষ করে। তারপর বি.এড করছিল। কিন্তু স্বপ্নকে ছুঁতে না পারার একটা আক্ষেপ সবসময় তাঁকে তাড়া করে বেরাতো। জানা গিয়েছে, গত শনিবার ভগবান শিবের উদ্দেশে একটি চিঠি লেখেন রোহিত। তারপরেই আত্মঘাতী হন! রোহিতের দেহ উদ্ধারের পাশাপাশি তাঁর বাড়ি থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ।

তেলেগু এবং ইংরেজি ভাষায় শিবকে তিনি লিখেছেন, ‘শিব, তোমার সমস্ত জ্ঞান দিয়ে, তুমি কি আমার ভাগ্য এভাবেই লিখেছ? তুমি কি তোমার নিজের ছেলের জন্যও একই কথা লিখতে? আমরা কি তোমার সন্তান নই?’ এরই সঙ্গে তিনি আরও লেখেন, ‘মৃত্যুর যন্ত্রণার চেয়ে বেঁচে থাকার যন্ত্রণা অনেক বেশি।’ বাঁচার লড়াই করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে অবশেষে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলেও ওই চিঠিতে তিনি জানিয়েছেন।

শেষ চিঠিতে জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা লিখেছেন রোহিত। সারা জীবন নিজের কাছে সৎ ছিলেন বলে উল্লেখ করেন চিঠি। এই অল্প জীবনে একাধিক ভালো মানুষের সঙ্গে তাঁর আলাপ হয়েছে বলেও ওই আবেগী চিঠিতে উল্লেখ রয়েছে। ওই চিঠিতেই নিজের শেষ ইচ্ছার কথা বলতে গিয়ে তিনি লিখেছেন, তাঁর দেহ যেন কাশীর ঘাটে দাহ করা হয়। মানুষ হিসাবে আর জন্ম নিতে চান না বলেও জানিয়ে গিয়েছেন। এই ঘটনার পর একটি মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement