সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থানীয় জনপ্রিয় বেকারির দোকান থেকে ‘কারি পাফ’ আনিয়েছিলেন এক মহিলা। সন্তানদের ডেকে নিয়ে একসঙ্গে খেতেও বসেছিলেন তিনি। কিন্তু ‘খাবারের মোড়ক খুলতেই ভিতরে মিলল সাপ! তেলেঙ্গানার মাহবুব নগর জেলার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযুক্ত বেকারির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা।
অভিযোগকারী মহিলার নাম শ্রীসাইলা। তিনি জাদচারলা পৌরসভা এলাকার একটি বেকারির দোকন থেকে একটি ‘এগ পাফ’ এবং একটি ‘কারি পাফ’ কেনেন। বাড়ি ফিরে ‘কারি পাফ’ খেতে গিয়ে আঁতক ওঠেন শ্রীসাইলা। পাফের আবরণ খুলতেই দেখেন ভেতরে রয়েছে একটি ছোটখাট মরা সাপ। স্বভাবতই নিজের এবং ছেলেমেয়েদের খাওয়া মাথায় ওঠে মহিলার।
খানিক বাদে কিছুটা ধাতস্ত হয়ে সাপ-সহ ওই ‘কারি পাফ’ নিয়ে বেকারিতে যান শ্রীসাইলা। খাবার দেখিয়ে অভিযোগ করেন তিনি। যদিও শ্রীসাইলার দাবি করেছেন, তাঁর অভিযোগকে বিন্দুমাত্র গুরুত্ব দেননি দোকানদার। উলটে নানা অজুহাত দেন তিনি। এরপর ক্ষুব্ধ মহিলা এবং তাঁর পরিবারের লোকেরা জাদচারলা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.