সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এক মহিলাকে ও তাঁর প্রেমিককে অমানুষিক অত্যাচারের অভিযোগ। মারধরের ফলে মহিলার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ হয়। এমনকী বাড়ি থেকে পালানোর শাস্তি হিসাবে মহিলা ও তাঁর প্রেমিকের মাথা মুড়িয়ে দেওয়া হয়। এদিকে এই ঘটনার পর থেকে রহস্যজনকভাবে মহিলা ও তাঁর প্রেমিক নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁদের খোঁজ শুরু করেছে পুলিশ।
তেলেঙ্গানার হনমকোন্ডা জেলার একটি ঘটনার ভিডিও সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, প্রেমিকের সঙ্গে পালানোর ‘অপরাধে’র শাস্তি দেওয়া হচ্ছে মহিলা ও তাঁর প্রেমিককে। একাধিকবার আর্জি জানালেও তাঁদের উপর নির্যাতন এতটুকু কমেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিন সন্তানের বাবার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় ওই মহিলার। প্রেমিক ওই মহিলার আত্মীয়ও। নতুন করে সংসার শুরু করার জন্য তাঁরা পালানোর চেষ্টা করেছিলেন। এদিকে হঠাৎ করেই স্বামী নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের বিষয়টি জানান প্রেমিকের স্ত্রী। এরপরেই প্রেমিক ও মহিলাকে ধরে আনা হয়।
এরপরেই তাঁদের উপর অমানবিক অত্যাচার চালাতে থাকে কয়েকজন। বারবার অনুরোধ করলেও অত্যাচার থামেনি। শারীরিক অত্যাচারের পর হাত, পা বেঁধে দু’জনকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এদিকে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ করে পুলিশ। মহিলা ও তাঁর প্রেমিকের খোঁজ শুরু করার পাশাপাশি এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা পুলিশ সুপার জানিয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.