Advertisement
Advertisement
Rohit Vemula Case

ভেমুলা মৃত্যু নিয়ে ফের তদন্ত চায় তেলেঙ্গানার কংগ্রেস সরকার, রাজ্যে বর্ণ বৈষম্যবিরোধী বিলের ভাবনা

২০১৬ সালে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে রোহিত ভেমুলার মৃতদেহ উদ্ধার হয়।

Telengana Govt moves to High court to Reopen Rohit Vemula case

ফাইল ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 12, 2025 1:16 pm
  • Updated:July 12, 2025 1:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের খুলতে চলেছে  হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা রোহিত ভেমুলার মৃত্যু তদন্তের ফাইল! শুক্রবার তেলেঙ্গানার উপ মুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রমর্ক এমন দাবি করেছেন। তিনি জানিয়েছেন, কংগ্রেস সরকার ফের রোহিত ভেমুলার মৃত্যু তদন্ত শুরু করতে চাইছে। এজন্য হাই কোর্টে আবেদন জানানো হয়েছে। পিএইচডির ছাত্রর মৃত্যুতে যাঁরা জড়িত তাঁরা কেউ ছাড়া পাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Advertisement

তিনমাস আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিকে একটি চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি রোহিতের নামে একটি বর্ণ বৈষম্যবিরোধী আইন প্রণয়নের আবেদন জানান। তরপর থেকেই তৎপর হয় তেলেঙ্গানার কংগ্রেস সরকার। উল্লেখ্য, ২০১৬ সালের ১৭ জানুয়ারি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে গবেষক পড়ুয়া রোহিত ভেমুলার মৃতদেহ উদ্ধার হয়। সেসময় পুলিশের তরফে দাবি করা হয়েছিল, হস্টেলের মধ্যে আত্মহত্যা করেছিলেন রোহিত। এদিকে এই ঘটনার বারো দিন আগে বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে রোহিত-সহ পাঁচ গবেষককে বের করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে। এই ঘটনার পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ ওঠে, জাতপাতের ভেদাভেদের শিকার হতে হয়েছে দলিত পড়ুয়া রোহিতকে।

এদিকে ২০২৪ সালে মে মাসে পুলিশের তরফে রোহিতের মৃত্যু ফাইল ক্লোজ করে দেওয়া হয়। ফলে অভিযুক্ত বিজেপি নেতা-সহ অন্যরা ক্লিনচিট পেয়ে যান। সে সময় পুলিশের দাবি ছিল, রোহিত দলিত ছিলেন না। তাঁর যে জাতিগত শংসাপত্র জাল ছিল। এই বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়েই আত্মহত্যা করেছেন রোহিত। এরপরই এই বিষয়টি নিয়ে বিতর্ক ছড়ায়।

তবে এবার রোহিতের মৃত্যুর তদন্ত শুরু করতে হাই কোর্টে আবেদন জানাল তোলেঙ্গানার কংগ্রেস সরকার। উপ মুখ্যমন্ত্রী ভাট্টির অভিযোগ, তৎকালীন এমএলসি রামচন্দ্র রাও যিনি আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে পালটা মামলা দায়ের করার চাপ প্রয়োগ করেছিলেন, বিজেপি তাঁকেই রাজ্য সভাপতি করেছে। এমনকী এই ঘটনায় মূল অভিযুক্ত সুশীল কুমারকে দিল্লিতে সহকারী অধ্যাপক হিসাবে নিযুক্ত করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement