সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রীর ‘মায়ামহল’ সাজিয়ে তোলার স্বপ্নে ধাক্কা। ৬০ লক্ষ টাকা দিয়ে রেখা গুপ্তর বাসভবন সাজানোর টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু সেই টেন্ডার আপাতত বাতিল করে দিয়েছে দিল্লির সরকার। বাতিলের নেপথ্যে কোনও কারণ খোলসা করা হয়নি সেভাবে।
গত ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসা রেখা গুপ্তকে দেওয়া হয়েছে রাজ নিবাস মার্গের ১ নম্বর বাংলো। এখনও পর্যন্ত তিনি থাকছেন নিজের শালিমা বাগের বাড়িতেই। সরকারি বাসভবনে উঠে যাওয়ার আগে তা ঢেলে সাজানো হচ্ছে। সূত্রের খবর, অন্তত ২৪টি এসি নতুন করে লাগানো হবে রেখার বাসভবনে। এছাড়াও একাধিক টিভি, ফ্যান এবং অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম লাগানোর পরিকল্পনা ছিল। সবমিলিয়ে অন্তত ৬০ লক্ষ টাকা খরচ হতে পারে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন সাজিয়ে তুলতে।
সেই লক্ষ্যে গত ৪ জুলাই টেন্ডার ডাকার কথা ছিল। কিন্তু বুধবার দিল্লি সরকারের পূর্ত দপ্তরের তরফ থেকে সেই টেন্ডার বাতিল করে দেওয়া হয়। জানানো হয়, প্রশাসনিক কিছু সমস্যার কারণে আপাতত টেন্ডার বাতিল করা হচ্ছে। আগামী দিনে কবে টেন্ডার ডাকা হবে, সেই নিয়েও কিছু জানানো হয়নি। প্রসঙ্গত, ‘মায়ামহল’ ঢেলে সাজানোর খবর প্রকাশ্যে আসতেই সুর চড়িয়েছিল কংগ্রেস-আপের মতো বিরোধী দলগুলি।
আপের খোঁচা, যেখানে দিল্লির সাধারণ মানুষ বেসরকারি স্কুলের মাইনে, বিদ্যুৎ বিভ্রাট, জল সংকট, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও বাড়তে থাকা অপরাধের ধাক্কায় অতিষ্ঠ, সেখানে কোটি কোটি টাকা খরচ করে নিজের জন্য মায়ামহল বানাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাটেও একই খোঁচা মেরে দাবি করেছেন, রেখার এই নয়া বাসভবন আসলে রংমহল! যদিও সেসময়ে রেখার পাশে দাঁড়িয়ে সাফাই দিয়েছিল বিজেপি। দিল্লির মন্ত্রী ও গেরুয়া শিবিরের নেতা মনজিন্দর সিং সির্সা এই সমালোচনাকে নস্যাৎ করে জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর বাড়ি ঢেলে সাজানো হলেও যা হচ্ছে তা বিলাসিতা নয়। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর বাড়ি সাজানোর পরিকল্পনা ভেস্তে দিল সেই বিজেপি সরকারই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.