সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ফের ভয়ংকর রেল দুর্ঘটনা। এবার ঘটনাস্থল ঝাড়খণ্ডের চান্ডিল। লাইনচ্যুত দু’টি মালগাড়ি। ১০টির বেশি ওয়াগন লাইন থেকে সরে গিয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে। বাতিল একাধিক যাত্রীবাহী ট্রেন। অসমর্থিত সূত্রের খবর আহত হয়েছেন কয়েকজন। কোনও প্রাণহানী হয়নি। ঘটনাস্থলে রেলের আধিকারিকরা।
টাটানগর থেকে পুরুলিয়াগামী লোহা বোঝাই একটি মালগাড়ি চান্ডিল স্টেশন থেকে কিছুটা এগিয়ে লাইনচুত্য হয়ে যায়। সেই সময় বিপরীত দিক থেকে যাচ্ছিল আরও একটি মালগাড়ি। সেটি গিয়ে ধাক্কা মারে লাইনচ্যুত ওয়াগনগুলিতে। এই মুখোমুখি সংঘর্ষে দ্বিতীয় মালগাড়ির বেশ কয়েকটি ওয়াগনও উলটে যায়।
একসঙ্গে দু’টি মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া চান্ডিল শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এখনও পর্যন্ত খবর প্রায় ২০টিরও বেশি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে। ঘটনায় রাঁচি-হাওড়া বন্দে ভারত-সহ বহু ট্রেন বাতিল করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় রেলের কর্মকর্তরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, কোনও যান্ত্রিক ত্রুটির জন্য গাড়িটি উলটে গিয়েছে।
এই ঘটনা মনে করাচ্ছে ওড়িশার বাহানাগার ভয়াবহ রেল দুর্ঘটনার কথা। সেই ক্ষেত্রেও একই ভাবে দুর্ঘটনার কবলে পড়েছিল দু’টি ট্রেন। শনিবার মালগাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। যাত্রীবাহী ট্রেন হলে অনেক ক্ষতি হতে পারত, বলেই ওয়াকিবহল মহলের অনুমান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.