প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যোগীরাজ্যে প্রতারণা! টেরিটোরিয়াল আর্মিতে চাকরি দেওয়ার নাম করে যুবকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল টাস্ক ফোর্স (STF)। টিপীনগর এলাকা থেকে অভিযুক্তদের পাকড়াও করে STF-এর আগ্রা ফিল্ড ইউনিট। ধৃতদের কাছ থেকে নগদ টাকা ও বেশ কিছু জাল নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
STF-এর অভিযানে যে তিন জনকে পাকড়াও করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন ফিরোজাবাদের বাসিন্দা অজয় কুমার, জম্মু ও কাশ্মীরের বাসিন্দা কুলওয়ান্ত সিং এবং সুনীল কুমার। অভিযুক্তদের কাছ থেকে আধার কার্ড, ভোটার কার্ড, আয়ুষ্মান কার্ড, জাল নিয়োগপত্র, মেডিক্যাল টেস্টের গেট পাস-সহ বেশ কিছু নগদ অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, জম্মু ও পাঞ্জাবে টেরিটোরিয়াল আর্মিতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে ১৪ লক্ষ টাকা করে নিয়েছিল অভিযুক্তরা। এদিকে এই টাকা অনলাইনের মাধ্যমে দীপক শর্মা নামে একজনের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীরা।
STF আধিকারিকদের মতে, রণজিৎ যাদব ও দীপক শর্মার মাধ্যমে জাল নিয়োগপত্র তৈরি করেছিলেন অভিযুক্তরা। সেই নিয়োগপত্র দেখিয়েই চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করেছিল এই তিনজন। এদিকে এই গ্রেপ্তারির পর STF-এর তরফে স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। STF-এর তরফে জানানো হয়েছে, এই ঘটনায় আর কারা কারা যুক্ত সে বিষয়ে জানতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.