Advertisement
Advertisement

Breaking News

Amarnath Yatra

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের, অমরনাথ যাত্রায় ত্রিস্তরীয় নিরাপত্তা, মোতায়েন ৫০ হাজার সেনা

পুণ্যার্থীদের নিরাপত্তায় সেনার 'অপারেশন শিব'।

Terror Threat Ahead Of Amarnath Yatra and Route Gets Massive Security Cover
Published by: Kishore Ghosh
  • Posted:June 4, 2025 9:24 pm
  • Updated:June 4, 2025 9:42 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অমরনাথ যাত্রায় কড়া নিরাপত্তার ব্যবস্থা হয় প্রতিবারই। এবার পহেলগাঁও হামলা এবং পরবর্তী ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে সেই নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হচ্ছে। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে অমনাথ যাত্রায় জঙ্গি হামলা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন শিব’। নজিরবিহীন ভাবে পুণ্যার্থীদের নিরাপত্তার খাতিরে যাত্রাপথে ৫০ হাজারেরও বেশি সেনা মোতায়েন হচ্ছে।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর স্বাভাবিক ভাবেই অমরনাথ যাত্রায় নিরাপত্তায় বিশেষ ভাবে জোর দিয়েছে কেন্দ্র। পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একাধিক বৈঠক করেছেন। এরপরেই ‘অপারেশন শিব’-এর পরিকল্পনা। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, অমরনাথের যাত্রাপথের থ্রিডি ম্যাপিং করেছে নিরাপত্তাবাহিনী। প্রতিবারের মতোই যাত্রাপথ, বেসক্যাম্প এবং স্পর্শকাতর এলাকাগুলিতে সেনা মোতায়েন থাকছে। এছাড়া পুণ্যার্থীদের অস্থায়ী আবাস স্থানগুলিতেও মোতায়েন হচ্ছে সেনা। আকাশপথে ড্রোন এবং হেলিকপ্টার সর্বক্ষণ নজরদারি চালাবে। বডি স্ক্যানার এবং সিসিটিভি ক্যামেরা কাজ করবে নজরদারির খাতিরে। 

উল্লেখ্য, আগামী ৩ জুলাই অমরনাথ যাত্রা শুরু হচ্ছে, চলবে ৯ আগস্ট পর্যন্ত। ৩৮৮০ মিটার উচ্চতায় অবস্থিত বরফে ঢাকা শিবলিঙ্গের গুহা দর্শনে প্রতি বছর লাখো ভক্তের ঢল নামে। চলতি বছর ৩৭ দিন ধরে অমরনাথ দর্শনে যেতে পারবে পুণ্যার্থীরা। ১৪ এপ্রিল থেকে যাত্রায় নাম নথিভুক্ত করার কাজ শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ এবং নিরাপত্তার কথা মাথায় রেখে প্রতিদিন সর্বোচ্চ ১৫ হাজার যাত্রীকে অমরনাথ ধামে যাত্রার অনুমতি দেওয়া হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ