সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সন্ত্রাসবাদীদের জেলবন্দি করেছে ঠিকই, তবে তা শুধুমাত্র লোক দেখাতে। আদতে পাক সরকারের নিরাপত্তায় বহাল তবিয়তে রয়েছে জঙ্গিরা। প্রমাণ-সহ বিশ্বমঞ্চে পাকিস্তানের পর্দাফাঁস করলেন ভারতের প্রতিনিধি সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। তিনি জানালেন, জঙ্গি জাকিউর রহমান লকভি পাক জেলে বন্দি। অথচ এই অবস্থাতেই সন্তানের বাবা হচ্ছে সে। যা প্রমাণ করে জঙ্গিরা পাকিস্তানের জেলে কত কঠোর অনুশাসনের মধ্যে রয়েছে।
অপারেশন সিঁদুরের পর বিশ্বে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান তুলে ধরতে প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্র। সেই প্রতিনিধি দলের সদস্য হয়ে শনিবার আলজেরিয়ায় গিয়েছেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। সেখানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশে বক্তব্য পেশ করার সময় সন্ত্রাসবাদের দেশ পাকিস্তানকে তুলোধোনা করেন তিনি। বলেন, “২৬/১১ জঙ্গি হামলার অন্যতম চক্রি জাকিউর রহমান লকভি নামে এক জঙ্গি ছিল পাকিস্তানে। পৃথিবীতে এমন কোনও দেশ নেই যারা একজন সন্ত্রাসীকে জেল থেকে বের হওয়ার সুযোগ দেবে। অথচ লকভি পাক জেলে বন্দি অবস্থায় বাবা হচ্ছে। বাইরে তার স্ত্রী সন্তান প্রসব করছেন। এই ঘটনাই প্রমাণ করে দেয় সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের মানসিকতা।”
| Algiers, Algeria | AIMIM chief and MP Asaduddin Owaisi says, “There was this one terrorist called Zakiur Rehman Lakhvi – no country in the world would allow a terrorist who’s facing a terror charge. He became a father to a son while sitting in prison. The trial…
— ANI (@ANI)
এ প্রসঙ্গেই ফের পাকিস্তানকে এফএটিএফের ধূসর তালিকাভুক্ত করার পক্ষে সওয়াল করেন ওয়েইসি। তাঁর বার্তা, পাকিস্তানকে আবার ধূসর তালিকাভুক্ত করলে এইসব জঙ্গিদের বিচার দ্রুত হবে। ভারতে জঙ্গি হামলার ঘটনা কমবে। এ প্রসঙ্গেই জঙ্গি সাজিদ মিরের প্রসঙ্গ তোলেন ওয়েইসি। এফএটিএফের ধূসর তালিকা থেকে নাম সরাতে এই জঙ্গিকে মৃত বলে ঘোষণা করে পাকিস্তান। পরে জানা যায়, দিব্যি বেঁচে রয়েছে সাজিদ।
পাক সন্ত্রাস নিয়ে বিশ্বের গাছাড়া মানসিকতার দিকে আঙুল তুলে ওয়েইসি বলেন, “সন্ত্রাসবাদের সমস্যা শুধু দক্ষিণ এশিয়ার সমস্যা নয়। আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আপনারা কি চান এই হত্যালীলা দক্ষিণ এশিয়ার বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ুক? বিশ্ব শান্তির স্বার্থে সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক পাকিস্তানকে নিয়ন্ত্রণ করা হোক। এই পাকিস্তানকে আবার এফএটিএফের ধূসর তালিকায় ফিরিয়ে আনতে হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.