ছবি: বিজয়ের স্যোশাল মিডিয়া
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমি মাদুরাই পূর্ব, মাদুরাই দক্ষিণ, উসিলামপট্টি, মেল্লুর; পুরো মাদুরাইতে দাঁড়াব। আমি ২৩৪টি আসনেই লড়ব।” মাদুরাইয়ের সভা থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন দক্ষিণী সুপারস্টার বিজয়। তামিল রাজনীতিতে সুপারস্টারদের রমরমা নতুন কোনও ঘটনা নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালফিলের বিজয়, প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার বিজয়। “সিংহ সবসময় সিংহই থাকে,” বৃহস্পতিবার মাদুরাইতে কার্যত এমনই হুঙ্কার দিলেন অভিনেতা বিজয়। তাঁর দল টিভিকে-র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয়। সেখানেই তিনি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন।
শুধু নিজে লড়ার ঘোষণাই নয় পাশাপাশি রাজ্য নির্বাচনে কোনও জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। সমাবেশে বিজয় বলেন, বিজেপি তার ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’। বিজয় আরও বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি, আমাদের একমাত্র রাজনৈতিক শত্রু ডিএমকে… টিভিকে এমন কোনও দল নয় যা কেবল রাজনৈতিক সুবিধার জন্য তৈরি হয়েছিল।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেন বিজয়। বিজেপির বিরুদ্ধে তামিলনাড়ুর চাহিদা উপেক্ষা করার অভিযোগ তুলে বিজয় বলেন, “আমাদের জন্য যা গুরুত্বপূর্ণ তা আপনারা করছেন না। আপনারা আরএসএসের সঙ্গে জোট বেঁধেছেন তোষামোদের জন্য। আপনারা মনে করেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা সহজ হতে পারে। তামিলরা বিজেপির সঙ্গে থাকবে না। আপনারা কিজাদির (ভূতাত্বিক সম্পদে পূর্ণ একটি গ্রাম) তথ্য গোপন করছেন।” প্রথমবার এআইএডিএমকে-র সমালোচনা করে দলের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন বিজয়। বিজেপির সঙ্গে এআইএডিএমকে-র সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজয় নিজের দলকে, তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে আনার চেষ্টা করছেন। রাজ্যের ক্ষমতাইয় থাকা দ্রাবিড় মুন্নেত্রা কাঝাগম (ডিএমকে) এবং বিরোধী এআইএডিএমকে দুই দলেরই বিকল্প হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে আনার চেষ্টায় রয়েছেন বিজয়। গত বছর টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। এবারই তিনি প্রথমবার নির্বাচনে অংশ নেবেন। তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.