নন্দিতা রায়, নয়াদিল্লি: একশো দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পর্যালোচনা বৈঠকে সরব হলেন রাজ্যের আধিকারিকরা। একইসঙ্গে জানতে চাইলেন, কলকাতা হাইকোর্টের নির্দেশমত আগামী ১ আগষ্ট থেকে বাংলায় একশো দিনের কাজ শুরুর বিষয়ে কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নিয়েছে। জবাব মিলল না কেন্দ্রের, কাটল না জটও।
বাংলার প্রাপ্য টাকা দেওয়ার ক্ষেত্রে কোনও সমাধান সূত্র না মেলায় ক্ষোভপ্রকাশ করেছেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। তাঁর অভিযোগ, বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের এই বিমাতৃসুলভআচরণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে মনরেগা প্রকল্পে লাগামছাড়া দুর্নীতি চলছে। খোদ প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে মনরেগা প্রকল্পে ৭৫ কোটি টাকার দুর্নীতি অভিযোগে সেখানকার মন্ত্রী, তাঁর দুই ছেলেও গ্রেপ্তার হয়েছে। আরেক বিজেপি শাসিত রাজ্য বিহারেও ১৫ কোটি টাকা দুর্নীতি হয়েছে। কোথায়ও কাজ বন্ধ বা টাকা আটকে রাখা হয়নি। অথচ বাংলার মাত্র পাঁচ কোটি টাকা দুর্নীতির অভিযোগে বছরের পর বছর টাকা আটকে রাখা হয়েছে।” তিনি বলেন, কেন্দ্র এইভাবে বাংলার গতিরোধ করতে পারবে না, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন বাংলার অগ্রগতি হবেই বলেও দাবি করেছেন রাজ্যের মন্ত্রী।
এদিকে, বিগত তিন দিন ধরে শিবরাজের মন্ত্রকের আওতায় থাকা একশো দিনের কাজ, আবাস সহ একগুচ্ছ প্রকল্পে সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন হাজির ছিলেন। বুধবার তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের অর্থ সচিব প্রভাত মিশ্রও। জানা গিয়েছে, এদিনই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের সঙ্গে আলাদভাবে বাংলা নিয়ে আলোচনার কথা ছিল বাংলার দুই সচিবের। কিন্তু সেই বৈঠক হয়নি। তবে, শিবরাজের দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বাংলার বকেয়া নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে বাংলার আধিকারিকেরা বাংলার বকেয়া সংক্রান্ত হিসেব এবং বকেয়া মেটানোর দাবির স্বপক্ষে নথিপত্রও তুলে ধরেন। সবকিছু আলোচনার পরেও অবশ্য কেন্দ্রের তরফ থেকে এবিষয়ে জট টাকার কোনও আশ্বাস কেন্দ্রীয় আধিকারিকেরা দিতে পারেননি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.