Advertisement
Advertisement

Breaking News

Aadhaar Card

শীঘ্রই শেষ হচ্ছে অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা, খরচ শুরু কবে থেকে?

অনলাইনে কীভাবে আপডেট করবেন আধার?

The deadline for free online Aadhaar update is ending soon

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 2, 2025 7:03 pm
  • Updated:June 2, 2025 7:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধার কার্ড আপডেট করতে চান? বিনামূল্যে আধার কার্ড আপডেট করার শেষ সুযোগ রয়েছে ১৪ জুন পর্যন্ত। তারপর থেকে আধার কার্ড আপডেট করার জন্য গুনতে হবে বাড়তি টাকা। সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পরে আধার কার্ড আপডেট করতে গেলে ৫০ টাকা চার্জ দিতে হবে।

Advertisement

বর্তমান সময়ে আধার কার্ড আমাদের প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্কুল, কলেজে ভর্তি হওয়া থেকে ব্যাংক কিংবা কোনও সরকারি কাজ, সব জায়গাতেই আধার বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। আর এসব কারণেই আধার কার্ড আপডেট রাখা খুবই প্রয়োজন। নাম, জন্ম তারিখ কিংবা ঠিকানা পরিবর্তনের আপডেট ফ্রিতে করতে চাইলে ১৪ জুন পর্যন্ত সময় রয়েছে। এরপর এসব কাজ করতে গেলেই গুনতে হবে বাড়তি টাকা।

কীভাবে আপডেট করবেন আধার?
http://myaadhaar.uidai.gov.in/ এই লিঙ্কে ক্লিক করুন।
এবার নিজের আধার নম্বর দিন।
আপনার রেজিস্টার্ড মোবাইলে আসবে ওটিপি।
এবার আপনার প্রোফাইলে ঢুকে দেখে নিন ঠিকানা-সহ সমস্ত তথ্য কী রয়েছে।
যদি কোনও তথ্য আপডেট করতে চান তাহলে ড্রপ ডাউন মেনু থেকে যথাযথ ডকুমেন্ট টাইপটি বেছে নিয়ে প্রয়োজনীয় নথি আপলোড করুন। সেটি JPEG, PNG অথবা PDF যে কোনও ফরম্যাটে থাকতে পারে। তবে কখনওই যেন ফাইলের সাইজ ২ এমবির বেশি না হয়।
আপডেট রিকোয়েস্ট জমা পড়লে আপনি একটি এসআরএন (সার্ভিস রিকোয়েস্ট নম্বর) পাবেন। এই নম্বরটি নিজের কাছে রেখে দিন। আপডেট সম্পর্কে জানতে হলে এই নম্বরটি দিয়েই ট্র্যাক করা যাবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement