Advertisement
Advertisement
Demonetisation

ফের কি নোটবাতিলের রাস্তায় হাঁটবে কেন্দ্র? লোকসভায় জবাব দিল অর্থমন্ত্রক

মে মাসে ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র।

The Ministry of Finance answered questions regarding demonetisation of high denomination currency। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 25, 2023 1:52 pm
  • Updated:July 25, 2023 2:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের মে মাসে ২ হাজার টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। যা ফিরিয়ে এনেছিল ২০১৬ সালের নোটবন্দির স্মৃতি। সেবার তুলে নেওয়া হয়েছিল ৫০০ ও ১ হাজার টাকার নোট। ২ হাজার নোট সংক্রান্ত নয়া ঘোষণার পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছে তাহলে কি ফের ৫০০ টাকার নোট বাতিল (demonetisation) হতে পারে? উত্তর মিলল লোকসভায় (Lok Sabha)।

Advertisement

১৪ জন সাংসদের লিখিত প্রশ্নের উত্তর দেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, কালো টাকার প্রকোপ কমাতে বা অন্য কোনও কারণে সরকার নতুন করে নোটবন্দির কোনও পরিকল্পনা করছে কিনা। পঙ্কজ উত্তরে জানিয়েছেন, এই মুহূর্তে এমন কোনও পরিকল্পনা মোদি সরকারের নেই। সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন ২ হাজার টাকার নোট জমা দেওয়ার ডেডলাইন কোনওভাবেই বাড়ানো হবে না।

[আরও পড়ুন: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়িতে টাকা চেয়ে ফোন, পরমুহূর্তেই রহস্যমৃত্যু বাংলার শ্রমিকের]

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে ২ হাজার টাকার নোট। সেই সঙ্গে লিখিত জবাবে তিনি এও জানিয়ে দেন, ১ হাজার টাকার নোট ফিরিয়ে আনার ব্যাপারেও এই মুহূর্তে কোনও পরিকল্পনা নেই।

[আরও পড়ুন: দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ৫৪ শতাংশই যোগীরাজ্যে, প্রকাশ্যে রিপোর্ট]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement