Advertisement
Advertisement

ভারতীয় বায়ুসেনাকে অত্যাধুনিক ড্রোন বিক্রিতে রাজি আমেরিকা

নৌসেনার পর এবার বায়ুসেনাকেও আধুনিক হাতিয়ার দিচ্ছে আমেরিকা।

The Trump Administration is "considering" India's request for armed drones for its air force
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 22, 2017 8:14 am
  • Updated:October 22, 2017 8:14 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছুদিন ধরেই ভারতীয় সেনার আধুনিকীকরণের জন্য সশস্ত্র মার্কিন ড্রোন কেনার কথা ভাবছে প্রতিরক্ষামন্ত্রক। নির্মলা সীতারমণ মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পরই বহুদিনের সেই ইচ্ছা এবার পূরণ হওয়ার পথে। সম্প্রতি মার্কিন সেনা আধিকারিকরা ওই অত্যাধুনিক ড্রোনগুলি ভারতকে বিক্রি করতে আগ্রহ দেখিয়েছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisement

[ভারতকে আরও রাফালে বিক্রি করতে আসছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী]

বেশ কিছুদিন ধরেই ভারত ওই ড্রোনগুলি কেনার বিষয়ে মার্কিন আধিকারিকদের কাছে আবেদন জানিয়েছে। অবশেষে মিলেছে সম্মতি। নাম গোপন রাখার শর্তে পিটিআইকে এক শীর্ষ মার্কিন আধিকারিক জানিয়েছেন, ভারতকে সশস্ত্র ড্রোনগুলি বিক্রি করতে ট্রাম্প প্রশাসন রাজি। ভারতীয় বায়ুসেনা ওই ড্রোনগুলি ব্যবহার করবে। ড্রোনগুলি হাতে পেয়ে গেলে সেনার শক্তি বেশ কয়েকগুণ বেড়ে যাবে। বায়ুসেনার তরফে তাই যত দ্রুত সম্ভব এই ড্রোনগুলি ভারতে আনার বিষয়ে জোর দেওয়া হচ্ছে। ইউএস গভর্মেন্ট ফর জেনারেল অ্যাটমিক্স প্রিডেটর সি অ্যাভেঞ্জার এয়ারক্রাফটের কাছে লিখিত আবেদনও জানানো হয়েছে। অন্তত ৮০-১০০টি এরকম ড্রোন চায় ভারত। সবমিলিয়ে ৮ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হতে পারে ভারত ও আমেরিকার মধ্যে।

গত ২৬ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হোয়াইট হাউসে এক উচ্চপর্যায়ের বৈঠকের পরই ভারতীয় নৌসেনার জন্য ২টি নজরদারির কাজে ব্যবহৃত ড্রোন বিক্রির কথা প্রকাশ্যে ঘোষণা করে পেন্টাগন। গত সপ্তাহে ইউএস স্টেট সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন জানিয়েছেন, ভারতের মতো দেশকে সামরিক মিত্র হিসাবে পেতে আগ্রহী পেন্টাগন। শুধু নয়া অত্যাধুনিক ড্রোনই নয়, এফ-১৮ ও এফ-১৯ ফাইটার এয়ারক্রাফট বিক্রিতেও আগ্রহী আমেরিকা। একা আমেরিকা নয়, ভারতকে যুদ্ধবিমান বিক্রিতে আগ্রহ দেখিয়েছে ফ্রান্সও। প্রায় তিন ডজন রাফালে বিক্রি করার প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহেই ভারতে আসছেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী।

[কুকুর ঘেউ ঘেউ করবেই, শ্রীনগরের কনসার্টে বিচ্ছিন্নতাবাদীদের বার্তা লাকি আলির]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস