সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। নাচ, গান, হইহুল্লোড় সব কিছুই হচ্ছিল। বিয়েবাড়ির ভোজেও ছিল এলাহি আয়োজন। কিন্তু যেই মুহূর্তে পাত্র-পাত্রী বিয়ের পিঁড়িতে বসবেন তখনই তাল কাটে সব কিছুর। হঠাৎই পাত্রপক্ষের সঙ্গে কনেপক্ষের ঝামেলা শুরু হয়। কথা কাটাকাটি থেকে তা হাতাহাতিতে গড়ায়। কিন্তু কী কারণে এই হট্টগোল? সকলের পাতে কেন বিরিয়ানির ‘লেগ পিস’ নেই তা নিয়েই উত্তরপ্রদেশের বিবাহ অনুষ্ঠান রূপ নেয় ‘কুরুক্ষেত্রে’র।
সোমবার বিকাল থেকেই এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা মারপিট করছেন। কিল-চড়-ঘুষি, চেয়ার ছোড়াছুড়ির কোনও কিছুই বাদ যায়নি। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলির নবাবগঞ্জে।
चिकन लेग पीस के चक्कर में जमकर चले लात घूंसे और कुर्सियां… में चिकन लेग पीस ना मिलने पर बारात में जमकर हुआ बवाल,दूल्हा तथा बारातियों की जमकर हुई पिटाई,नवाबगंज थाना क्षेत्र के सरताज बारातघर का बताया जा रहा है वायरल वीडियो …
— निशान्त शर्मा (भारद्वाज) (@Nishantjournali)
জানা গিয়েছে, সুন্দরভাবে চলছিল বিয়ের অনুষ্ঠান। ভোজেও ছিল নানারকমের পদ। ছিল বিরিয়ানিও। কিন্তু পাত্রপক্ষের লোকজন খেতে বসলে বিরিয়ানি পরিবেশন করা হলে তাতে ছিল না ‘লেগ পিস’। যা মোটেই পছন্দ হয়নি তাঁদের। সেই সূত্রপাত গণ্ডগোলের। সামান্য ‘লেগ পিস’ নিয়ে মনমানিল্য পৌঁছয় তর্কাতর্কিতে। ধীরে ধীরেই তা বড় আকার নেয়। এর পরই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। তখনই পাত্র জানিয়ে দেয়, ঝামেলা না থামালে বিয়ে করবেন না তিনি। তার পরই আলোচনায় বসে দুপক্ষ। ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হয়। অবশেষে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। চারহাত এক হয় দুজনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.